উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বকশীগঞ্জের ব্রহ্মপুত্র, দশানী ও জিঞ্জিরাম নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে চলতি বছর দেখা দিয়েছে বন্যার পদধ্বনি। এতে করে নদীর তীরবর্তী ২০টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি বন্দী হয়ে পড়েছে প্রায় কয়েক হাজার মানুষ। পানিতে তলিয়ে গেছে আমন বীজতলা, সবজি বাগান ও পাটের ক্ষেত। এসব এলাকায় পুকুরের মাছ ভেসে গেছে। নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের মানুষগুলো বন্যার আশংকায় উচু স'ানে আশ্রয় নিচ্ছে।