‘দিলওয়ালে’র সেটে শাহরুখ-কাজল

S M Ashraful Azom
বছরের শুরুতেই সুখবরটি সবার জানা হয়ে গিয়েছিলো। মার্চে রোহিত শেঠির পরিচালনায় ‘দিলওয়ালে’ ছবিতে আবারো জুটি বেঁধে ফিরছেন বলিউডের সবচেয়ে রোমান্টিক জুটি শাহরুখ-কাজল। কিন্তু সিডিউল সমস্যার কারণে বারবার পিছিয়ে যাচ্ছিলো ছবির শুটিং। অবশেষে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় ‘দিলওয়ালে’র সেটে হাজির হয়েছেন শাহরুখ-কাজল।
ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, শুক্রবার রাতে রোহিত শেঠির ‘দিলওয়ালে’ ছবির টিম বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় পৌঁছেছে। আগামী ১৫ জুন থেকে ছবিটির শুটিং শুরু হবে এখানে। আর শাহরুখ ভক্তদের জন্য নতুন খবর হলো এই ছবির শুটিংয়ের জন্য ভিন্নধর্মী গেটআপ নিয়েছেন বলিউডের এই খান সাহেব।
শাহরুখ কাজল দিলওয়ালেএদিকে ভারত ত্যাগের আগমুহুর্তে শাহরুখ তার টুইটারে লিখেন, রোহিতের টিমের হাসিমুখ দেখার জন্য অপেক্ষার তর সইছে না। এ বছর অপেক্ষার পর এবার মজা শুরু হতে যাচ্ছে।
‘দিলওয়ালে’ ছবিতে শাহরুখ-কাজল ছাড়া আরো অভিনয় করছেন বরুণ ধাওয়ান, কৃতি স্যানন, বরুণ শর্মা, সঞ্জয় মিশ্র ও জনি লিভার।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top