বলিউডের ‘কিং খান”
বা বলিউড
বাদশাহ বলে
খ্যাত অভিনেতা
শাহরুখ খান
সম্প্রতি বলিউডে
তার ক্যারিয়ারের
২৩ বছর
পূর্ণ করেছেন।
ক্যারিয়ারে তিনি যেমন অনেক ভালো
সময় পার
করেছেন তেমনি
মাঝেমধ্যে তাকে অনেক খারাপ সময়ও
পার করতে
হয়েছে। অনেক
সময় তাকে
অনেক চাপের
মধ্যেও কাজ
করতে হয়েছে।
এসব চাপের
মাঝে তিনি
কখনও ভেঙে
পড়েননি।
শাহরুখ খান বলেছেন, “আমি মনে করি যখন কোনও চাপ নেই তখন জীবনটা খুবই অলসময়। যখন আপনি নতুন কিছু করার চেষ্টা করছেন আপনি ব্যর্থ হচ্ছেন। যখন আপনি ব্যর্থ হচ্ছেন তখন আপনার খারাপ লাগছে। কিন্তু আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে এবং চাপে ভেঙে পড়লে চলবে না।
তিনি আরও বলেন, আমার জীবনে খারাপ সময় গেছে। কিন্তু আমি ভেঙে পড়িনি। হয়ত একদিন এর কারণে মারা যাব। কিন্তু চাপের মুখে আমি ভেঙে পড়ব
শাহরুখ খান বলেছেন, “আমি মনে করি যখন কোনও চাপ নেই তখন জীবনটা খুবই অলসময়। যখন আপনি নতুন কিছু করার চেষ্টা করছেন আপনি ব্যর্থ হচ্ছেন। যখন আপনি ব্যর্থ হচ্ছেন তখন আপনার খারাপ লাগছে। কিন্তু আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে এবং চাপে ভেঙে পড়লে চলবে না।
তিনি আরও বলেন, আমার জীবনে খারাপ সময় গেছে। কিন্তু আমি ভেঙে পড়িনি। হয়ত একদিন এর কারণে মারা যাব। কিন্তু চাপের মুখে আমি ভেঙে পড়ব