জনপ্রিয় সামাজিক যোগাযোগ
মাধ্যম ফেসবুক
ক্রমেই নিজেদের
পরিধি বাড়াচ্ছে।
এরই অংশ
হিসেবে এবার
আফ্রিকাতে নিজেদের প্রথম অফিস খুললো
প্রতিষ্ঠানটি। ফেসবুকের ‘মানুষের প্রতি সহায়তা
ও ব্যবসায়ের
মধ্যে সংযোগ
স্থাপন’ শীর্ষক
কার্যক্রমের অংশ হিসেবে এই কার্যালয়
খোলা হয়েছে
বলে জানানো
হয়েছে। খবর
এএফপি।
এ ব্যাপারে একটি বিবৃতি প্রকাশ করেছে ফেসবুক। এতে বলা হয়েছে, ‘ফেসবুক ব্যবহার করে মানুষকে সহায়তা ও ব্যবসার উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে এই নতুন কার্যালয় কাজ শুরু করবে। মানব উন্নয়নের পাশাপাশি আমরা ব্যবসাখাতেও অবদান রাখতে চাই। আর সেই উদ্দেশেই কাজ করবে আমাদের নতুন কার্যালয়টি।’ বর্তমানে বিশ্বের সর্ববৃহত্ সামাজিক যোগাযোগের মাধ্যম হলো ফেসবুক। এর প্রায় ১.৪ বিলিয়ন সক্রিয় ব্যবহারকারী রয়েছে।
প্রতিষ্ঠানটির আঞ্চলিক ভাইস-প্রেসিডেন্ট নিকোলা মেনডেলসোন বলেছেন, ‘আফ্রিকার জনগণ ফেসবুকের মাধ্যমে একে-অন্যের সঙ্গে যেমন যোগাযোগ রক্ষা করে চলেছে, তেমনি ব্যবসায়িক দিক থেকেও ব্যবহার করছে একে। এটি সত্যিই অনুপ্রেরণাদায়ী। এটি আমাদের উত্সাহী করেছে, এ অঞ্চলে প্রথম কার্যালয় খোলার ব্যাপারে। আফ্রিকা ফেসবুকের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। জোহানেসবার্গে অবস্থিত কার্যালয়টি এই অঞ্চলে সেবা ও বিনিয়োগ বৃদ্ধির ব্যাপারে কাজ করবে। আফ্রিকার মানুষের জীবনযাপনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ফেসবুক। কোটি কোটি মানুষ এর সঙ্গে সংশ্লিষ্ট। আমরা এই সম্পর্ক আরও জোরদার করতে কাজ করবো। এখানকার ব্যবসা ও অর্থনীতিতে অবদান রাখতে চায় ফেসবুক।’ প্রতিষ্ঠানটি বলছে, আফ্রিকার ফেসবুক ব্যবহারকারী ৮০ শতাংশ ব্যক্তিই তা ব্যবহার করেন মোবাইল ফোন থেকে। আর এক্ষেত্রেই জোর দিতে চান মেনডেলসোন।
প্রাথমিকভাবে কেনিয়া, নাইজেরিয়া ও দক্ষিণ আফ্রিকায় কাজ শুরু করবে ফেসবুক।