উপকূলীয় জেলায় ফেরি চলাচল বন্ধ

G M Fatiul Hafiz Babu


দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজমান থাকায় সড়ক জনপথ (সওজ) অধিদফতরের আওতাধীন উপকূলীয় জেলাসমূহের ফেরি চলাচল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। ঘূর্ণিঝড় কোমেন আঘাত হানতে পারে-এই আশঙ্কায় এই ব্যবস্থা নেয়া হয়েছে।

শুধুমাত্র জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে নেয়া এবং জরুরি দুর্যোগ ব্যবস্থায় নিয়োজিত যানবাহন পরিবহনে সীমিত আকারে বিশেষ ব্যবস্থায় ফেরি ব্যবহার করা যাবে।

সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার একথা বলা হয়। এদিকে আগামী আগস্ট শনিবার পর্যন্ত উপকূলীয় জেলাসমূহের সকল কর্মকর্তা কর্মচারীর (সিভিল মেকানিক্যাল) ছুটি বাতিল করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে দুর্যোগ সম্পর্কিত যে কোন সংবাদ আদান-প্রদানের জন্য সড়ক জনপথ (সওজ) অধিদফতরের কন্ট্রোলরুমের ফোন নম্বর ৮৮৭০৭১৯ এবং মোবাইল নম্বর : ০১৭৩০-৭৮২৮৩৩ তে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top