সিলেটে নির্মমভাবে খুন হওয়া শিশু রাজনের বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তিনি রাজনের বাবা-মাকে সান্ত্বনা দেন এবং আর্থিক সহযোগিতা করেন। আজ বুধবার দুপুরের পর স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটের কুমারগাঁও এলাকায় রাজনের বাড়িতে যান। প্রায় আধা ঘণ্টা তিনি সেখানে অবস্থান করে রাজনের বাবা-মায়ের সঙ্গে কথা বলেন। এসময় রাজনের বাবাকে জড়িয়ে ধরে তিনি সান্ত্বনা দেন। মন্ত্রী তাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক লাখ টাকার অনুদানও দেন। পরে মন্ত্রী উপস্থিত সাংবাদিকদের বলেন, রাজনকে আমরা ফিরিয়ে দিতে পারবো না এটা ঠিক। তবে এই হত্যার বিচার হবে। দ্রুত ট্রাইবুন্যালের মাধ্যমে বিচার প্রক্রিয়া শেষ করা হবে।রয়েছে।নিষেধাজ্ঞার পরিপত্র জারি করবে।