ম্যাডোনার গান ফাঁস করায় ইসরাইলি হ্যাকারের জেল

S M Ashraful Azom
পপস্টার ম্যাডোনার কম্পিউটার হ্যাক করে গান ফাঁস করার দায়ে ৩৯ বছর বয়সী ইসরাইলি হ্যাকার অ্যাডিল লিডারম্যনকে ১৪ মাসের কারাদন্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ২ হাজার ৬০০ ইউরো জরিমানাও করেছে তেল আবিবের একটি আদালত। বিবিসি'র এক খবরে এ তথ্য জানা গেছে।
 
তবে অসুস্থতার কারণে অ্যাডিলের শাস্তি কমানো হয়েছে বলে রায়ে উল্লেখ করেছেন আদালত। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই'র সহায়তায় গত জানুয়ারিতেই এই হ্যাকারকে গ্রেফতার করে ইসরাইল পুলিশ। অন্যের কম্পিউটারে অনুপ্রবেশ, গোপনীয়তা ভঙ্গ ও সম্পত্তি বিনষ্ট করার অভিযোগ দায়ের করা হয় অ্যাডিলের বিরুদ্ধে।
 
উল্লেখ্য, বছরের শুরুতে নতুন একটি গানের অ্যালবাম বাজারে ছাড়ার পরিকল্পনা করেছিলেন ম্যাডোনা। কিন্তু একমাস আগেই গত ডিসেম্বরে ওই অ্যালবামের ৬টি গান অনলাইনে ফাঁস করে দেয় অ্যাডিল লিডারম্যন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top