২৯ জন মারা গেছে বৃহস্পতিবার সারা দেশে সড়ক দুর্ঘটনায় ২৪ জনের মৃত্যু

S M Ashraful Azom
রাজধানীসহ সারা দেশে শুক্রবার সড়ক দুর্ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মারা গেছে ২৯ জন। আমাদের স্টাফ রিপোর্টার, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
 
রাজধানীতে পুলিশের একজন কনস্টেবলসহ ৪ জন পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হন। গাজীপুরের নাওজোর এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কাভার্ড ভ্যান-লেগুনা মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত ছাড়াও ৫ জন আহত হন। মাদারীপুরের কালকিনি উপজেলার মেলকাই নীলখোলা স্থানের ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত এবং ১২ জন আহত হন। টাঙ্গাইলের মির্জাপুরের সোহাগপাড়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাইবান্ধা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে ২ জন নিহত ছাড়াও ১৫ জন আহত হন।
 
ঢাকা:
কাওরানবাজারের কাজী নজরুল ইসলাম এভিনিউতে দুপুর ২টার দিকে বাসের ধাক্কায় পুলিশের কনস্টেবল সোহেল রানা (৩২) মারা যান। তিনি পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত ছিলেন। তার বাবার নাম খলিলুর রহমান। কুষ্টিয়ার থানাপাড়ার পুলিশ লাইন এলাকায় তার বাড়ি। এ ঘটনায় পুলিশ মিরপুর শেওড়াপাড়া থেকে বিটিসিএল পরিবহনের বাস ও চালক আব্দুল খালেককে আটক করেছে।
 
তেজগাঁও থানার এসআই রকিবুল ইসলাম জানান, দুপুরে মোটরসাইকেলে করে সোহেল ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। কাওরান বাজারের বিআরবি কেবলের এমআরএস ভবনের কাছে সোহেলের মোটরসাইকেলটিকে মিরপুর-যাত্রবাড়ী রুটের বিটিসিএল পরিবহনের একটি মিনিবাস পেছন থেকে ধাক্কা মারে। এতে ছিটকে পড়ে সোহেল গুরুতর আহত হন। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
 
ভোরে খিলক্ষেত কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের নিচে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে বাসের তিন যাত্রী জানালার গ্লাস ভেঙে পড়ে গেলে নাসরিন আক্তার নামের এক গার্মেন্টস কর্মী মারা যান।
যাত্রাবাড়ী থানার ওসি অবনী শংকর কর জানান, সকালে যাত্রাবাড়ীর কলাপট্টি থেকে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় মজিবুর রহমান নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি ঢাকার কেরানীগঞ্জের কালিন্দায়।
 
এ দিকে, সকাল ৮টার দিকে শেওড়াপাড়া বাসস্ট্যান্ডে আরিফুল ইসলাম সেলিম (৪৫) নামের এক ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত হন। ঢামেক হাসপাতালে নেয়া হলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। সেলিম একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
 
গাজীপুর:
সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুরের নাওজোর এলাকায় লেগুনা-কাভার্ড ভ্যানের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে লেগুনা-কাভার্ড ভ্যান সংঘর্ষে ৫ জন মারা গেছেন। যারা মারা গেছেন, তারা হলেন—চালক সাইদুর (২০), মনি আক্তার (২৬), কেয়া কসমেটিকস কারখানার কর্মচারি সোহেল মিয়া (৩০), সেলিনা বেগম (৩০) ও অজ্ঞাত পুরুষ (৩৫)। আহতদের মধ্যে এনামুল হক (৩৫), আব্দুল কুদ্দুস (২৪), মামুন (২৫), পমির (২৮) ও ফখরুল ইসলামসহ (৩৫) ১৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত সকলেই লেগুনায় ছিলেন।
 
পুলিশ লেগুনা ও কাভার্ড ভ্যান আটক করলেও কাভার্ড ভ্যানের চালক ও সহকারী পালিয়ে গেছেন।
 
মাদারীপুর:
দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর ইউনিয়নের মেলকাই নীলখোলায় মাদারীপুর থেকে বরিশালের উদ্দেশে যাত্রীবাহী মায়ের দোয়া নামের একটি বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন পুরুষ মারা যান। নিহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ তাদেও লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় সুমন খন্দকার (২৫), আনসারী (৩০), শারমিন (১৮), মকবুল হোসেন (৪৫) ও আনোয়ার হোসেনসহ (৬০) কমপক্ষে ১২ জনকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টাঙ্গাইল:
সকাল ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার সোহাগপাড়ায় গাইবান্ধা থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস তিতাস এন্টারপ্রাইজ খাদে পড়ে গেলে একজন মহিলাসহ ২ জন মারা গেছে, আহত হয়েছে শিশুসহ আরো ১৭ জন। যারা মারা গেছে, তারা হলেন—গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাহানুল বেগম (৩০) এবং নীলফামারীর কিশোরগঞ্জের রোকনুজ্জামান (২৫)।
 
গোড়াই হাইওয়ে থানার ওসি হুমায়ূন কবির জানান, গাইবান্ধা থেকে ছেড়ে আসা তিতাস এন্টারপ্রাইজের মিনিবাসটি মহাসড়কের সোহাগপাড়ায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
 
অপর দিকে, টাঙ্গাইল সদর থানার দরুন এলাকায় বাসের চাপায় সেলিম মিয়া (২৬) নামের এক সাইকেল আরোহী মারা গেছেন।
 
গৌরনদী:
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থলে দুপুরে বাসের ধাক্কায় নাসির উদ্দিন হাওলাদার (৩০) নামের এক মোটরসাইকেলচালকের মৃত্যু ছাড়াও শহীদ ও সেলিম মিয়া নামের দুজন আরোহী গুরুতর আহত হয়েছেন। নিহত নাসির উজিরপুরের ওটরা গ্রামের উজ্জ্বল হাওলাদারের ছেলে। একই দিন দুপুরে গৌরনদী-সরিকল সড়কের পিঙ্গলাকাঠী বাজারের সিরাজ মৃধার চায়ের দোকানে চলন্ত প্রাইভেটকার ঢুকে গেলে আটজন আহত হন।
 
বগুড়া:
দুপুর ১২টার দিকে বগুড়া-নওগাঁ সড়কে দুপচাঁচিয়া উপজেলার  চৌমুহনী বাজার এলাকায়  একটি মাইক্রোবাস ও ভটভটির (নছিমন) মুখোমুখি সংঘর্ষে মোস্তাফিজার রহমান বুলু (৫০) নামের এক পথচারী নিহত এবং দুইজন আহত হয়। অপর দিকে, সকাল ১০টায় দুপচাঁচিয়ার তালুচ বাজার এলাকায় পুলিশের পিকআপ ভ্যানের সাথে একটি মাইক্রোবাসের পাশাপাশি ধাক্কায় দুপচাঁচিয়া থানার এসআই আবু মূসাসহ মাইক্রেবাসের চালক আহত হন।
 
বিশ্বনাথ:
বিকালে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের কালীগঞ্জবাজারে একটি বাসের চাপা পড়ে মনিরুল ইসলাম (৬) নামের এক শিশু মারা গেছে। এ সময় স্থানীয় লোকজন বাস ও গাড়ির চালককে আটক করে পুলিশে দিয়েছে।
 
ঝিনাইগাতী:
বেলা ১১টায় ঝিনাইগাতী থেকে ঢাকাগামী এস আর ক্লাসিক ট্রাভেল নামের যাত্রীবাহী একটি বাস আহমদনগরে একটি অটোরিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলেই আবুল কাসেম (৩৫) নামের এক জন মারা যান। এ সময় ৪ জন আহত হয়। আহতরা হলো—ইয়াসিন (১২), সুরুজ আলী (৫৫), মমতাজ বেগম (২৮) ও আব্দুল খালেক (২০)।
 
নারায়ণগঞ্জ:
কাচপুর ব্রিজে বেলা ১১টার দিকে ট্রাকের ধাক্কায় মুজিবুর রহমান (৫৩) নামের এক মোটরসাইকেল আরোহী মারা যান।
 
গোপালগঞ্জ:
সকাল ৭টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বাসের চাপায় বেগম (৪০) নামের এক নারী মারা যান। এ ঘটনার পর সাড়ে ৯টা পর্যন্ত স্থানীয়রা ওই সড়ক অবরোধ করে রাখে।
নীলফামারী:
সকাল ৯টার দিকে নীলফামারীর কলেজ স্টেশনের কাছে ট্রাক্টর উল্টে আইয়ুব আলী (২৭) নামের এক ব্যক্তি নিহত হন।
 
উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার সারা দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৯ জনের।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top