কমতে শুরু করেছে বৈশ্বিক স্মার্টফোনের বাজার

S M Ashraful Azom
গত কয়েক বছরে বিশ্বব্যাপী স্মার্টফোনের রমরমা বাজার অবশেষে পড়তে শুরু করেছে। চলতি বছরে এসে বৈশ্বিক এই বাজারের প্রবৃদ্ধি হবে মাত্র ৩.৩ শতাংশ যা স্মার্টফোনের বিক্রি শুরুর পর থেকে সবচেয়ে কম। স্মার্টফোনের বৃহত্তম বাজার চীনের বাজার সম্পৃক্ততার দিকে পৌঁছে যাওয়ার প্রভাবেই মূলত স্মার্টফোনের বৈশ্বিক বাজারের প্রবৃদ্ধির এই হার কমে আসছে। এমনটিই জানানো হয়েছে প্রযুক্তি বাজার গবেষণা সংস্থা গার্টনারের সর্বশেষ এক প্রতিবেদনে। গত মে মাসে আরেক প্রযুক্তি বাজার গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ডাটা কর্পোরেশনের (আইডিসি) প্রতিবেদনের সাথেও গার্টনারের এই প্রতিবেদন স্মার্টফোনের বৈশ্বিক বাজারের একই চিত্র তুলে ধরেছে। আইডিসির ওই প্রতিবেদনেও গত বছরের তুলনায় স্মার্টফোনের বৈশ্বিক বাজারের প্রবৃদ্ধি অর্ধেকেরও বেশি কমে যাওয়ার কথা জানানো হয়েছিল। স্মার্টফোনের বাজার নিয়ে গার্টনারের এই গবেষণা প্রসঙ্গে গার্টনারের একজন রিসার্চ ডিরেক্টর অ্যানেট জিমারম্যান বলেন, ‘চীনের বাজারে নতুন স্মার্টফোন ক্রেতার সংখ্যা ক্রমেই কমছে। যার অর্থ হলো চীনের স্মার্টফোনের বাজার অনেকটাই সম্পৃক্ততার মাত্রায় পৌঁছে যাচ্ছে। নতুন ক্রেতা কমে যাওয়ার কারণে এখন স্মার্টফোনের বাজারের প্রবৃদ্ধি চীনে ধরে রাখতে হলে স্মার্টফোন নির্মাতাদের তৈরি স্মার্টফোনগুলোতে বাড়তি নানা ধরনের ফিচার যুক্ত করে স্মার্টফোনের বিদ্যমান ব্যবহারকারীদের আকৃষ্ট করতে হবে। আর বিদ্যমান ব্যবহারকারীদের ওপর ভিত্তি করে স্মার্টফোনের বাজারে আগের প্রবৃদ্ধি ধরে রাখা খুবই কঠিন। চীনের বাজারের এই নাজুক অবস্থার কারণেই বিশ্বব্যাপী স্মার্টফোনের বাজার ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে।’ এদিকে চীনের স্মার্টফোনের বাজারের প্রবৃদ্ধি এই প্রথমবারের মতো বৈশ্বিক স্মার্টফোনের বাজারের প্রবৃদ্ধির তুলনায় কমে গেছে। উন্নয়নশীল দেশগুলোতে স্মার্টফোনের বাজার এখনও ক্রমবর্ধমান হলেও চীনের বিশাল বাজারের এই প্রভাব বৈশ্বিকভাবে কাটিয়ে ওঠা সম্ভব নয় বলেই মন্তব্য করেছে গার্টনার। এদিকে স্মার্টফোন নির্মাতা হিসেবে বর্তমানের আলোচিত কোম্পানি চীনের জিয়াওমি গত সপ্তাহে জানিয়েছে, চলতি বছরের প্রথম-অর্ধে তারা স্মার্টফোন বিক্রি করেছে ৩৪.৭ মিলিয়ন ইউনিট। চলতি বছরে তাদের সর্বমোট ১০০ মিলিয়ন স্মার্টফোন বিক্রির লক্ষ্য থাকলেও বছরের প্রথমার্ধের এই চিত্র তাদের লক্ষ্যকে ৮০ মিলিয়ন ইউনিটে নামিয়ে আনতে বাধ্য করেছে। স্মার্টফোনের বাজারের এই চিত্র অন্য স্মার্টফোন নির্মাতাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলেই জানিয়েছে গার্টনার ও আইডিসি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top