বলিউড তারকাদের প্রথম আয়

S M Ashraful Azom
অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’ বা শাহরুখের ‘মান্নাত’ এর সামনে দাঁড়ালে ভক্তদের কী মনে হয়? এ শান-শওকতের প্রতিটি বিন্দুতে লেখা আছে তাদের আকাশছোঁয়া খ্যাতি। টাকার হিসাবেও তারা ছাপিয়ে গিয়েছেন বহু শিল্পপতিকে৷ বিশ্ববিখ্যাত সাময়িকীতে ছাপানো হয় তাদের সম্পদের হিসাব। এরা দু’জনই নন। এমন অনেক তারকাই আছেন বলিউডে। সম্প্রতি ফোর্বস ম্যাগাজিন জানায়, সালমানের আয় ছাড়িয়ে গেছে শাহরুখ। কিন্তু ভাবুন তো তাদের কর্মজীবনের প্রথম দিনগুলো কেমন ছিল? অনেকেই তো শুরু থেকে অভিনয়ে ছিলেন না৷ বর্তমানের প্রাচুর্যের মাঝে বসেও ভুলে যাননি জীবনের প্রথম বেতনের অঙ্কটি৷ তেমন কিছু সেলেবের কথা জেনে নিন— বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন চাকরি করতেন বার্ড এ্যান্ড কোং নামে একটি শিপিং ফার্মে৷ তার প্রথম বেতন ছিল ৫০০ রুপি৷ আরও কম টাকায় জীবন শুরু করেছিলেন বলিউড ‘বাদশা’ শাহরুখ৷ জীবনের প্রথম কাজ ছিল থিয়েটারে টিকিট বিক্রেতার৷ আর প্রথম উপার্জন ছিল ৫০ রুপি৷ জাতীয় পুরস্কার জয়ী ইরফান খান ক্যারিয়ার শুরু করেন প্রাইভেট টিউটর হিসেবে৷ ছাত্রপিছু ২৫ রুপি করে পেতেন তিনি৷ অক্ষয়কুমার পেশায় শেফ ছিলেন এ কথা অনেকেই জানেন৷ তিনি ঢাকার পূর্বাণী হোটেলেও এ কাজ করেছেন। রণদীপ হুদা অস্ট্রেলিয়ায় ট্যাক্সি চালাতেন৷ এমনকি একটি চাইনিজ রেস্তোরাঁয় টেবিল ধোয়ামোছার কাজও করেছেন৷ তখন তার রোজগার ছিল মোটামুটি ঘণ্টায় ৮ ডলার৷ ধর্মেন্দ্র ক্যারিয়ার শুরু করেন অভিনেতা হিসেবেই৷ সেই ষাটের দশকে তার প্রথম উপার্জন ছিল ৫০ রুপি৷ হৃতিক রোশনের ক্যারিয়ার শুরু হয়েছিল আশির দশকে, ‘আশা’ ছবিতে শিশু অভিনেতা হিসেবে৷ পেয়েছিলেন ১০০ রুপি৷ সোনম কাপুর ক্যারিয়ার শুরু করেন সহকারী পরিচালক হিসেবে৷ তখন ৩০০০ রুপি বেতন পেতেন তিনি৷ ছাত্রাবস্থায় কালকি কোচলিনও লন্ডনে টেবিল ধোয়ামোছার কাজ করতেন৷ খ্যাতিমান এ অভিনেত্রীর রোজগার ছিল ৪০ পাউন্ড৷ 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top