নওগাঁর পোরশা উপজেলার পুনর্ভবা নদীতে ডুবে মোস্তফা কামাল (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
জানা
গেছে, সোমবার দুপুরে উপজেলার নিতপুর ঘেঁষা পুনর্ভবা নদীতে চার সহপাঠী গোসল
করতে যায়। নদীতে ঢেউ ও স্রোতের মাত্রা বেশি থাকায় একপর্যায়ে চারজনই ভেসে
যেতে থাকে।
এ
সময় নদীতে মাছ ধরা জেলে ও স্থানীয়রা দ্রুত তিনজনকে উদ্ধার করতে পারলেও
মোস্তফা কামাল পানির নিচে তলিয়ে যায়। বিকাল পাঁচটার দিকে তার মৃতদেহ ভেসে
উঠে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।
মোস্তফা কামাল উপজেলার মৌলভীপাড়ার ইয়ার মোহাম্মদের ছেলে ও পোরশা আলহেরা ইসলামি একাডেমির ৫ম শ্রেণীর ছাত্র ছিল।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।