জমজমাট ঈদ বাজারে সুর নকলের কলঙ্ক!

S M Ashraful Azom
এবারের ঈদের অডিও বাজারে সবচেয়ে সুখকর বিষয় হলো আবারও ছন্দে ফিরেছে সিনিয়র শিল্পীরা তাদের নতুন গান নিয়ে। এছাড়াও গ্রামীনফোন তাদের অডিও রিলিজের ক্ষেত্রে নতুনভাবে লেবেল কোম্পানী প্রতিষ্ঠা করে এরই ভেতরে প্রকাশ করেছে রক লিজেন্ড আইয়ুব বাচ্চুর অ্যালবাম।

তবে এবারের ঈদ বাজারের দৃশ্যপটও বদলে গেছে। সকল শিল্পীই ঝুঁকেছে মিউজিক ভিডিওর পথে। আর এই প্রক্রিয়ায় কেউ কেউ বিশেষ ভাবে ইউটিউব রিলিজ দিয়েছে তাদের নতুন গান। তবে এবারের ঈদ বাজারের আগেই ইমরানের গাওয়া ‘বলতে বলতে চলতে চলতে চলতে’ গানটি ব্যপক জনপ্রিয়তা পায়। ফলে সেই জনপ্রিয়তার সূত্র ধরেই তরুন এই শিল্পী তার সলো অ্যালবাম গুছিয়ে ফেলেন।

যদিও গানটি ইমরান সুর করেছিলেন একটি চলচ্চিত্রের জন্য। পরে সেই সুরের মূল কারিগর কে এই নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়। সেই ছবিতে ভারতের শান গানটি গেয়েছিলেন। পরে সেই দ্বন্দ্বের অবসান হলে গানটি ইমরান লিরিক পরিবর্তন করে শানের ঢঙে গেয়ে রিলিজ দেন। চমৎকার কথা ও সুরের সাথে গানটির নান্দনিক একটি ভিডিও বাজারে রয়েছে।

এর বাইরে সবচেয়ে বড় ভাঙনের খবর হয়ে এসেছে অডিও প্রতিষ্ঠান সিডি চয়েজ। একে একে বাজার প্রচলিত শিল্পীরা মুখ ফিরিয়ে নেয়ায় এখন আনকোরা ও অর্বাচীন শিল্পী ছাড়া এই প্রতিষ্ঠানে আর কেউ নেই! এমনিতেই প্রতিষ্ঠানটি একাধিক শিল্পীর সাথে নানান হুমকি, অসদাচরন ও প্রতারণার অভিযোগে অভিযুক্ত হয়ে আসছিল।

এছাড়া এবারের ঈদে নকল সুরের কলঙ্ক তিলক মাখিয়েছেন সেই একই জন। তিনি আরফিন রুমী। প্রথমে ক্রিকেট বিশ্বকাপের থিম গানে হুবহু নকল, এরপর নিজের সলো অ্যালবামের গান ‘সহেনা যাতনা কি করি বলো না; গানটি বলিউডের জনপ্রিয় একটি হিন্দি গানের হুবহু সুরের চুরি অতঃপর সেই একই চুরির চর্চায় এবারে কর্নিয়া নামের উঠতি গায়িকার ক্যারিয়ার এখন হুমকির পথে। কারন ‘হিরো’ শিরোনামের একটি গানে অনেক খরচ করে ভিডিও তৈরি করার সময়ও এই নবীন শিল্পী জানতেন না যে সুরকার তাকে একটি নকল সুর দিয়ে তার ক্যারিয়ার কলঙ্কিত করছেন! পরবর্তীতে তা প্রকাশ পাওয়ায় স্বাভাবিক ভাবেই নিজের গান নিয়ে ভীষণ শংকায় পড়েছেন।

তবে নেতিবাচক মার্কেটিংও এক ধরণের প্রচারণা, সেই অর্থে হয়তো কিছুটা নেতিবাচক প্রচার পাবেন তিনি। একই ভাবে নকলের দায়ে অভিযুক্ত তওসীফও।
অন্যদিকে বাজারে এসেছে লিজা, ইলিয়াস, বেলাল খানসহ একাধিক শিল্পীর একক অ্যালবাম। এদিকে বেলাল খানের একটি গানে এরই ভেতরে অতি অশ্লীলতার দায়ে অভিযুক্ত হয়েছে। এর বাইরে অনেকদিন পর গীতিকবি আসিফ ইকবাল তার নিজস্ব ঢঙে কিছু গান সাজিয়েছেন দেশের প্রথিতযশা শিল্পীদের নিয়ে।

একই সাথে এবারের ঈদে শিল্পীদের জন্য সবচেয়ে আশীর্বাদের খবর হয়ে এসেছে তা হলো রিং টোন ও ওয়েলকাম টিউনে হিন্দি গান ডাউনলোডের বিষয়টি নিষিদ্ধ হওয়ায়। এই সুখবরে অনেকেই স্বস্তির দিনগুনছেন এই ভেবে যে আগামীতে হয়তো আরো ভালো কিছু অপেক্ষা করছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top