গণভবনে রাজনীতিকদের মিলনমেলা

S M Ashraful Azom
ইফতার মাহফিলকে কেন্দ্র করে গণভবনের সবুজ চত্বরে রাজনীতিকদের মিলন মেলা বসেছিল। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আমন্ত্রণে সোমবার ইফতার মাহফিলে শামিল হয়ে নেতারা মেতেছিলেন খোশগল্পে। তাদের ব্যক্তিগত আলোচনায় যেমন স্থান পেয়েছে দেশের সর্বশেষ রাজনীতি, তেমনি পরস্পরের কুশল বিনিময়ে ব্যস্ত ছিলেন অনেকে।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফতারের ১৬ মিনিট আগে ৬টা ২৮ মিনিটে ইফতার মাহফিল স্থলে উপস্থিত হন। তিনি বিভিন্ন টেবিলে ঘুরে ঘুরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন।
 
রাজনীতিবিদদের সম্মানে আয়োজিত প্রধানমন্ত্রীর ইফতার মাহফিলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল এবং প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা যোগ দেন। তবে বিএনপির বিরোধী জোটের কোন নেতা প্রধানমন্ত্রীর ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন না।
 
ইফতার মাহফিলের শুরুতেই দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদ, শহীদ চার জাতীয় নেতা এবং ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ ও সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
 
গণভবনের সামনে সবুজ চত্বরে স্থাপিত বিশাল প্যান্ডেল রাজনীতিকদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মঞ্চে বিভিন্ন রাজনৈতিক দল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচএম এরশাদ, আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বিএনপির সাবেক নেতা এবং বর্তমানে বাংলাদেশ ন্যাশনাল এলায়েন্স (বিএনএ) এর চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। এদের মধ্যে প্রধানমন্ত্রীর ডান পাশে বসেছিলেন এইচএম এরশাদ এবং বাম পাশে বসেছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top