প্রতিবন্ধী তরুণী ধর্ষণ, হাতেনাতে আটক মাদ্রাসাছাত্র

S M Ashraful Azom
চট্টগ্রামের মিরসরাইয়ের একটি গ্রামে শারীরিক এবং মানসিক প্রতিবন্ধী এক তরুণীকে হাত বেঁধে ধর্ষণের সময় হাতেনাতে ধরা পড়েছে এক মাদ্রাসা ছাত্র। রোববার সন্ধ্যায় ঐ হামলার পর থেকে মিরসরাইয়ের বারইয়ারখালি গ্রামের বাক-প্রতিবন্ধী ১৭ বছরের মেয়েটি এখন চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রয়েছে। তার বাবা বিবিসিকে জানান, মেয়েকে বাড়িতে রেখে প্রতিবেশীর বাড়িতে তিনি ও তার স্ত্রী বিয়ের অনুষ্ঠানে গেলে এই ঘটনা ঘটে। তিনি বলেন, তার স্ত্রী হঠাৎ খোঁজ নিতে বাড়িতে গিয়ে দেখতে পান মেয়ের হাত বেঁধে এক যুবক তাকে ধর্ষণ করছে। লোকের উপস্থিতি টের পেয়ে যুবকটি দৌড়ে পালিয়ে যায়। পরে গ্রামের লোকজন ধাওয়া করে তাকে ধরে ফেলে। স্থানীয় জোরারগঞ্জ থানা পুলিশের এসআই আব্দুল হামিদ বিবিসিকে বলেন, ১৮ বছরের ঐ মাদ্রাসা ছাত্র তাদের হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। মেয়েটির বাবা জানিয়েছেন, ছোটবেলায় ডায়াবেটিক রোগে ভুগে তার মেয়ের হাত বা পা কিছুটা বেঁকে গেছে। এছাড়া, সে ঠিকমত কথা বলতে পারেনা।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top