কাল থেকে কমলেও শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে

S M Ashraful Azom
মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারাদেশে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এ বৃষ্টি চলতেই থাকবে। তবে ২১, ২২ ও ২৩ জুলাই বৃষ্টি থেমে থেমে হবে। কিন্তু ২৪ জুলাই আবার প্রবল বেগে বৃষ্টি হবে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৃষ্টির পরিমাণ আগামী তিনদিন কমলেও আবার ২৪ জুলাই থেকে প্রবল বেগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গত তিনচারদিন ধরেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনও বৃষ্টিপাতের বেগ বেড়ে যায়। ঈদে এই বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছে ঘরমুখো মানুষ। আবার ঢাকা ফেরা মানুষও বৃষ্টির কবলে পড়ছে। তবে দেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকায় চলতি মাসের শেষ পর্যন্ত টানা বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও বলছে আবহাওয়া সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলো। পাশাপশি আরও বলা হচ্ছে- আগস্টের শুরুর দুই-একদিন বাদে আগামী মাসের মাঝামাঝি পর্যন্ত থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে। অধিদপ্তর আরো জানিয়েছে, আজ সোমবার সারা দেশে থেমে থেমে বৃষ্টিপাত হয়েছে। তবে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, সিলেট বিভাগের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। এর ফলে আরো পাহাড় ধস দেখা দিতে পারে চট্টগ্রাম ও সিলেটে। অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সীতাকুণ্ডে ১০৯ মিলিমিটার বৃষ্টিপাতের কথা। এছাড়া কুমিল্লায় ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top