টেস্টে “সিম্পল জয়” চাই দ. আফ্রিকা

S M Ashraful Azom
বাংলাদেশে আসার আগে বাংলাদেশকে নিয়ে এমনিতেই ভয়ে ছিলো দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের বিরুদ্ধে ১-২ ব্যবধানে সিরিজ হারের পর তাদের ভয় আরও বেড়ে গেছে। এ কারণে আগামীকাল থেকে শুরু হওয়া দুই ম্যাচ টেস্ট সিরিজে কোনোমতে জয় পেতে চায় প্রোটিয়ারা।
প্রোটিয়া অধিনায়ক হাশিম আমলা বলেছেন, ‘টেস্টে আমাদের টার্গেট সিম্পল ‘জয়’।
সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন আমলা।
আমলা বলেন, ‘ওয়ানডেতে বাংলাদেশ খুব ভাল করছে। প্রত্যেক বিভাগে তাদের খেলোয়াড়রা বৈচিত্র দেখিয়েছে। তবে টেস্ট ক্রিকেট ভিন্ন ধরনের খেলা। যা ওয়ানডের সঙ্গে অনেক অমিল। টেস্টে অভিজ্ঞতা সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে রূপলাভ করতে পারে। এছাড়া বাংলাদেশ দল টেস্টে এখনো ভালো কিছু করার চেষ্টা করছে।’
তিনি বলেন, ‘টেস্টে ভালো করার কিছু উপায় আছে। টানা চার সিরিজে বাংলাদেশ যেভাবে খেলছে এতে টেস্টে ভালো কিছু তারা করবে। তবে ক্রুশিয়াল সময়ে দলকে জেতানো অনেক কঠিন হবে তাদের।’
সাকিবের প্রশংসা করে প্রোটিয়া অধিনায়ক বলেন, ‘সাকিব বিশ্বের অন্যতম তারকা খেলোয়াড়। সে দ্রুত অনেকগুলো রেকর্ড নিজের করে নিয়েছে। সাকিবের ব্যাটিং লাইন, বোলিং অ্যকশন, রিভার্স সুইয়িং, প্ল্যাট উইকেট অবশ্যই প্রশংসনীয়।’
হাশিম আমলা যোগ করেন, ‘বাংলাদেশ ওয়ানডে ম্যাচে কন্ডিশনটাকে খুব ভালো কাজে লাগিয়েছে। বৃষ্টির কারণে কন্ডিশন পরিবর্তন হতে পারে। আমরা উইকেট ও কন্ডিশনের উপর নির্ভর না। কারণ আমাদের দলের সবাই ভালো খেলে। তবে টেস্ট দলে অনেক পরিবর্তন আসতে পারে।’
এবি ডিভিলিয়ার্সের অভাব দলে অনুভূত হচ্ছে উল্লেখ করে আমলা বলেন, ‘এবি ওয়ার্ল্ডের ভালো প্লেয়ারদের একজন। সে সব ফরম্যাটে ভালো করে। তাকে খুব মিস করছি।’
মুস্তাফিজের ব্যাপারে প্রোটিয়া অধিনায়ক বলেন, ‘মুস্তাফিজ খুব ভালো একজন বোলার। তার প্রতিভা আছে। ওয়ানডের মতো টেস্টেও সে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে।’
আমলা বলেন, আমাদের দলের সবাই ভালো খেলে। স্টেইন ও মরকেলের মতো ভালো মানের বোলার আছে। আমরা আমাদের সর্বোচ্চটুকু দিতে চেষ্টা করব। তাহলে টেস্টে জয় সহজ হবে।
আগামীকাল (২১ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজ প্রথম টেস্ট ম্যাচ।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top