গত ১৫ জুলাই চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-১ ব্যবধানে প্রথমবারের মত সিরিজ জিতেছে মাশরাফিরা। সেই আনন্দের জোয়ারে এখন ভাসছে দেশ। তার মধ্যেই আবার আরেকটি খুশির খবর। শুক্রবার দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে সাত ম্যাচ ইয়ুথ ওডিআই সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই ৪-২ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা। এ ম্যাচে ৫৮ রানে জিতে মেহেদীরা। এদিন ডারবানে অনুষ্ঠিত সিরিজের ষষ্ঠ ম্যাচে প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৪ রান করে বাংলাদেশ। দলের পক্ষে সাইফ হাসান ০, পিনাক ঘোষ ১৫০, জয়রাজ শেখ ৬৪, নাজমুল হোসেন শান্ত ৯, মেহেদী হাসান মিরাজ ২৮, মোসাব্বেক হোসেন ৫, মোহাম্মদ সাইফুদ্দীন ১৬, জাকির হাসান ৬* ও সঞ্জিত সাহা ৬* রান করেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে দাইয়ান গ্যালিয়েম ৩টি, জাইয়্যাদ আব্রাহামস ২টি ও উইলেম লুডিক ২টি করে উইকেট নেন। পরে ৩০৫ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৮.৩ ওভারে সব উইকেট হারিয়ে ২৪৬ রান করে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন ওপেনার ম্যাথু ব্রিৎজকে। বাংলাদেশি বোলারদের মধ্যে নাজমুল হোসেন শান্ত ৩টি, মেহেদী হাসান মিরাজ ২টি, সঞ্জিত সাহা ১টি ও মোহাম্মদ সাইফুদ্দীন ১টি করে উইকেট নেন। এদিন ম্যাচ সেরা হন বাংলাদেশের সেঞ্চুরিকারী পিনাক ঘোষ। সিরিজের সপ্তম তথা শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুলাই। চলতি বছরের এপ্রিল ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ৬-১ ব্যবধানে সিরিজ জিতেছিলো বাংলাদেশ।