রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মোহাম্মদ জনি (২১) নামে এক হাজতির আত্মহত্যার ঘটনায় প্রধান কারারক্ষীসহ দুইজনকে প্রত্যাহার করেছে জেল কর্তৃপক্ষ। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। এরা হলেন, কারারক্ষী আমজাদ হোসেনসহ ও কারারক্ষী শুকুর উল্লাহ। ওই ঘটনায় তদন্ত কমিটি গঠনের কাজ চলছে।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান বলেন, 'গতকাল রবিবার ভোর পাঁচটার দিকে কারাগারের ফুল বাগানের পাশের একটি জাম্বুরার গাছের ডালে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন কয়েদি মোহাম্মদ জনি।'
ওই ঘটনায় সোমবার বিকেলে এ দুই কারারক্ষীকে সাসপেন্ড করে কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়েছে।
উল্লেখ্য, ২৭ জুন রাজপাড়া থানায় করা একটি চুরি মামলার আসামি ছিলেন জনি। ওই মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে গত শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।