ইভটিজিংয়ের প্রতিবাদ করায় জেলার ঘিওর উপজেলার বড়টিয়া গ্রামে মৃত্যুঞ্জয় কুমার দাশ (২৩) নামের এক সেনা সদস্যকে কুপিয়ে আহত করেছে বখাটেরা। রবিবার মধ্যরাতে ঘটনায় জড়িত ওই দুইজনকে আটক করেছে পুলিশ। এরা হলেন, ফুলহারা গ্রামের সোহান (২০) ও নিশান (২২)।
আহত ওই সেনা সদস্য ঘিওরের বড়টিয়া গ্রামের সুবল দাশের ছেলে। তিনি সেনাবাহিনীর সৈনিক পদে রাঙ্গামাটি জেলা সদরে কর্মরত রয়েছেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় দুই যুবককে একটি চাইনিজ কুড়ালসহ আটক করা হয়। সোমবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।