৩০ বছর
পরীক্ষার পর বিশ্বের প্রথম ম্যালেরিয়া ভ্যাক্সিনের অনুমোদন দিয়েছে ইউরোপীয়
মেডিসিন এজেন্সি। এর ফলে আগামী কয়েক বছরের মধ্যেই আফ্রিকার ম্যালেরিয়া
পীড়িত দেশগুলোর শিশুদেরকে এই টিকা দেয়ার সম্ভাবনা তৈরি হল। খবর- দ্য
টেলিগ্রাফের।
ভ্যাক্সিনটির
অনুমোদন দেয়ার পর অফ্রিকাজুড়ে ম্যালেরিয়া নিয়ে গবেষণা পরিচালনাকারীরা
উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ওষুধ প্রস্তুতকারী কোম্পানি গ্ল্যাক্সো স্মিথ
ক্লাইন ও পাথ নামের একটি গবেষণা প্রতিষ্ঠান যৌথভাবে ভ্যাক্সিনটি তৈরি
করেছে।
'মসকুইরিস্ক'
নামের এই ভ্যাক্সিনটিকে শুক্রবার অনুমোদন দেয়া হয়। তবে তার আগে
ভ্যাক্সিনটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষার দুই লাখ ত্রিশ হাজার পৃষ্ঠা তথ্য
পর্যালোচনা করা হয়।
এর
পর ভ্যাক্সিনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরীক্ষা- নিরীক্ষা করে দেখবে।
সংস্থাটি সন্তোষজনক মনে করলে, আগামী কয়েক বছরের মধ্যে আফ্রিকার শিশুদের ওপর
প্রথমবারের মতো প্রয়োগ করা হতে পারে।
ভ্যাক্সিনটির
গবেষণায় গ্ল্যাক্সো স্মিথ ক্লাইন ইতোমধ্যে ৩৫৬ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়
করেছে এবং এর বাজারজাত করার আগপর্যন্ত আরো ২০০ থেকে ২৫০ মিলিয়ন ডলার ব্যয়
করার প্রস্তুতি নিয়ে রেখেছে। আর পাথ ব্যয় করেছে ২০০ মিলিয়ন মার্কিন ডলার
যার প্রায় সম্পূর্ণটাই বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন থেকে অনুদান
হিসেবে পাওয়া।