বলিউডে ‘খান’
মানেই রেকর্ড ভাঙার গল্প। গত কয়েক বছর ধরেই এমনটাই হচ্ছে। ধারাবাহিকভাবেই
রেকর্ড ভাঙা ও আয়ের অংকটাও বাড়ছে। তবে সালমানে বিগত ছবিগুলো ব্যবসা সফল
হলেও দর্শকরা যেন সেই সালমানকে খুঁজেই পাচ্ছিল না। সেই সব সমীকরণই এবার
পাল্টে দিলেন সালমান খান। ‘বজরঙ্গি ভাইজান’ দিয়ে কাঁপিয়ে দিলেন।
প্রথম
দিনেই ছবিটি বলিউডের শীর্ষ আয়ের তালিকায়। এবার সিনেমাটি রেকর্ড গড়ল
পাকিস্তানেও। কবির খান পরিচালিত ছবিটি পাকিস্তান থেকে আয় করে ৩৮ কোটি রুপি।
যার মধ্যে করাচি থেকেই ছবিটির অর্ধেক আয়। যেখানে পাকিস্তানে ছবিটির মুক্তি
নিয়ে বেশ ধকল পোহাতে হয় সংশ্লিষ্টদের। এমনকি টুইটারে পাকিস্তানি
সেন্সরবোর্ড চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল।