সুপ্রিম
কোর্টের আপিল বিভাগের রায়ের পর ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মন্ত্রিত্ব এখনো আছে কি না, প্রবীণ আইনজীবী ড.
কামাল হোসেন বলেন, ‘বিচারাধীন ব্যাপারে আমার কোনো মন্তব্য করা উচিত্ না।
তবে আমি মনে করি কেউ আইনের ঊর্ধ্বে নয়। হাইকোর্টে এ বিষয়ে প্রশ্ন উঠলে
আদালত সঠিক আদেশ দিতে পারবে।’
শুক্রবার
সাউথ এশিয়ান ইন্সটিটিউট অব এডভান্সড লিগ্যাল এন্ড হিউম্যান রাইটস
স্টাডিজের (সেইলস) অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. কামাল এ সব
কথা বলেন।
নগরীর ব্র্যাক সেন্টারে প্যারা লিগ্যালকর্মীদের সক্ষমতা বৃদ্ধি শীর্ষক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে
প্রধান অতিথি ড. কামাল বলেন, ‘শুধু আইনজীবীদের পক্ষে কোটি কোটি মানুষকে
আইনি সহায়তা দেওয়া অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। সমাজের দরিদ্র, অবহেলিত
মানুষের পক্ষে আইনি সহায়তা পাওয়াও কঠিন হয়ে পড়ে। এ ক্ষেত্রে এই বিশাল
জনগোষ্ঠীকে আইনি সহায়তা দিতে প্যারালিগ্যাল (আইনি সেবাদানকারী) সংস্থা ও
ব্যক্তিদের উল্লেখযোগ্য ভূমিকা রাখার সুযোগ রয়েছে। বাংলাদেশেও কিছু বড় বড়
সংস্থা এ কাজটি অত্যন্ত সাফল্যের সঙ্গে করছেন। এ কাজের পরিধি আরও ব্যাপক
হওয়া উচিত।
বিশেষ
অতিথি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম বলেন,
‘জনগণকে তার আইনগত অধিকার সম্পর্কে সচেতন করা রাষ্ট্র ও সরকারের অপরিহার্য
কর্তব্য। রাষ্ট্রের সহায়তা ছাড়া দু:স্থ নাগরিকের পক্ষে আইনগত অধিকার অর্জন
করা সম্ভব নয়। এই সহায়তা নাগরিকের প্রতি রাষ্ট্রের কোন দয়া নয়, দায়িত্ব।’
ব্র্যাক
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক স্থপতি ফুয়াদ হাসান মল্লিকের
সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারতের সেন্টার ফর সোশ্যাল জাস্টিস এর
গগণ শেটি, সেইলসের নির্বাহী পরিচালক ব্যারিস্টার মনজুর হাসান।’