সুনামগঞ্জ-সিলেট সড়কে যাত্রীবাহী বাস ও
লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় অন্তত আরো ১০জন আহত
হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়ারগাঁও এলাকায়
এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের লেগুনা যাত্রী
মাসুম মিয়া (২৫) ও বাবুল মিয়া (২৫)।
পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে সুনামগঞ্জ থেকে একটি যাত্রীবাহী লেগুনা দিরাই যাচ্ছিলো। পথিমধ্যে হালয়ারগাঁও এলাকায় সিলেট থেকে আসা একটি বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১২ জন আহত হন। গুরুতর মাসুম মিয়া ও বাবুল মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়। আহতদের মধ্যে ছয়জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সুনামগঞ্জ পুলিশের ট্রাফিক সার্জেন্ট সালাউদ্দিন কাজল জানান, চালকদের অসর্তকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বাসের চালক পলাতক রয়েছে বলেও জানান তিনি।
পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে সুনামগঞ্জ থেকে একটি যাত্রীবাহী লেগুনা দিরাই যাচ্ছিলো। পথিমধ্যে হালয়ারগাঁও এলাকায় সিলেট থেকে আসা একটি বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১২ জন আহত হন। গুরুতর মাসুম মিয়া ও বাবুল মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়। আহতদের মধ্যে ছয়জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সুনামগঞ্জ পুলিশের ট্রাফিক সার্জেন্ট সালাউদ্দিন কাজল জানান, চালকদের অসর্তকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বাসের চালক পলাতক রয়েছে বলেও জানান তিনি।