পেরেজের সমালোচনায় রিয়াল সমর্থকরা

S M Ashraful Azom
কিংবদন্তী গোলরক্ষক ও অধিনায়ক ইকার ক্যাসিয়াসকে বিদায় করে দেয়ায় রিয়াল মাদ্রিদের সমর্থকরা ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে বরখাস্তের দাবি তুলেছে। সুদীর্ঘ ক্যারিয়ার শেষ করে রিয়াল ছাড়ার ঘোষণা দিতে গত রবিবার সান্তিয়াগো বার্নাব্যুতে বিদায়ী সংবাদ সম্মেলনে একা একাই হাজির হন ক্যাসিয়াস। এ সময় বিদায়ী বিবৃতি পড়তে গিয়ে বেশ অশ্রুসিক্ত হন তিনি।
ক্লাবের তারকা এই খেলোয়াড়কে এমন অনানুষ্ঠানিক বিদায় দেয়ায় রীতিমত চটেছেন সমর্থকরা। কয়েক’শ সমর্থক সোমবার সান্তিয়াগো বার্নাব্যুর সামনে এসে মিছিল করতে দেখা যায়। এ সময় তারা বলেন— স্টেডিয়ামের ভেতরে এমন পরিস্থিতি তৈরি করার আগে পেরেজ যেন পদত্যাগ করেন।
৩৪ বছর বয়সী ক্যাসিয়াস তার বাল্যকালের ক্লাবটির হয়ে খেলেছেন দীর্ঘ ২৫ বছর। এর মধ্যে রিয়ালের মূল দলের হয়ে খেলেন ১৬টি মৌসুম। এই সময়ে ক্লাবটির হয়ে জিতেছেন ১৯টি শিরোপা। তারকা এই খেলোয়াড়কে হারানো রিয়ালের জন্য ‘অপূরণীয়’ বলে উল্লেখ করেছেন পেরেজ। ক্লাব প্রেসিডেন্ট জানান, ক্যাসিয়াসের বিদায়কে ঘিরে কিছু বিভ্রান্তিকর তথ্য প্রকাশিত হয়েছে, যেগুলো সম্ভবত ব্যাখ্যা করা দরকার। কেননা এগুলো বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।’
পেরেজ আরো বলেন, ‘ক্যাসিয়াস তার ইচ্ছা অনুযায়ীই আমাদের ছেড়ে যাচ্ছে। রিয়াল মাদ্রিদের কেউ তাকে ক্লাব ছাড়তে বলেনি। সে কিংবদন্তীদের একজন।’ আনুষ্ঠানিকভাবে ক্যাসিয়াসকে বিদায় জানাতে দ্রুতই রিয়াল একটি প্রীতি-ম্যাচ আয়োজন করবে বলে জানালেন পেরেজ। সেটা হতে পারে ক্যাসিয়াসের নতুন ঠিকানা পোর্তোর বিপক্ষেই।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top