শিরোপা বন্ধ্যাত্ব ঘুচবে মেসিদের?

S M Ashraful Azom
লিওনেল মেসির দল ২২ বছরের শিরোপা বন্ধ্যাত্ব ঘুচাবার লক্ষ্য নিয়ে কোপা আমেরিকার ফাইনালে চিলির মুখোমুখি হচ্ছে। তবে সান্টিয়াগোর স্টাদিও ন্যাসিওনালে আর্জেন্টিনার বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে প্রস্তুত স্বাগতিকরাও। কারণ, সবচেয়ে পুরনো মহাদেশীয় এই টুর্নামেন্টটির গত ৯৯ বছরের ইতিহাসে কখনোই শিরোপা জেতা হয়নি তাদেরও। তাই বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হতে যাওয়া এই ম্যাচটি দু’দলের জন্যই শিরোপা খরা ঘুচানোর লড়াই।
দলীয় সাফল্যের পাশাপাশি ফাইনাল খেলাটি মেসির জন্য ব্যক্তিগত এক চ্যালেঞ্জও বটে। 'বার্সেলোনার মেসি আর্জেন্টিনার নন' বরাবরই এই সমালোচনা শুনে আসা আর্জেন্টিনার দলপতির সামনে সুযোগ নিন্দুকের মুখে পাল্টা আঘাত করার। জিততে না পারলে নিশ্চিতভাবেই মেসির বিরুদ্ধে এই সমালোচনা আরো বাড়বে।
দিয়াগো ম্যারাডোনার দল সর্বশেষ এই মহাদেশীয় টুর্নামেন্টটির শিরোপা জেতে ১৯৯৩ সালে। মেসির বয়স তখন মাত্র ছয়। এরপর সাতটি কোপা আমেরিকা এবং ছয়টি বিশ্বকাপ খেলেছে আর্জেন্টিনা তার কোনটাই জেতা হয়নি তাদের। এর মধ্যে পাঁচটি টুর্নামেন্টে খেলেছেন মেসিও। তাতেও পাল্টায়নি আর্জেন্টিনার ভাগ্য। ফলে ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ দলকে স্বর্ণ পদক জেতানোই বিখ্যাত আকাশী নীল জার্সি গায়ে মেসির একমাত্র সাফল্য হয়ে আছে।
ব্রাজিল বিশ্বকাপের ফাইনাল ছাড়াও ২০০৪ এবং ’০৭ সালে কোপার ফাইনালে হারতে হয়েছিল আর্জেন্টিনাকে। ২০১১ সালে দেশের মাটিতে অনুষ্ঠিত আসরে তারা বিদায় নেয় শেষ আট থেকেই।
তবে এবার এই অপেক্ষার শেষ হবে বলে বিশ্বাস জ্যাভিয়ের ম্যাশেরানোর। বার্সেলোনার এই ডিফেন্সিভ মিডফিল্ডার জানালেন জিততে মরিয়া দলের সবাই, 'আমরা জিততে বদ্ধপরিকর। আমরা এই চ্যাম্পিয়নশিপগুলোর একটি অবশ্যই জিততে চাই। আশা করি শনিবারের ফাইনালেই এটা হতে যাচ্ছে।'
জিতলে উরুগুয়ের সবচেয়ে বেশী বার কোপা জেতার রেকর্ডে ভাগ বসাবে আর্জেন্টিনা। এই মুহূর্তে ১৪ শিরোপা নিয়ে উরুগুয়ের ঠিক পেছনেই আছে তারা।
পুরো টুর্নামেন্টে খানিকটা নিষ্প্রভ থাকলেও প্যারাগুয়ের বিরুদ্ধে সেমিফাইনালে জ্বলে ওঠেন মেসি। প্রতিপক্ষকে ৬-১ গোলে বিধ্বস্ত করার পথে কোন গোল না পেলেও ছয় গোলের পাঁচটিতেই করেন প্রত্যক্ষ সহযোগিতা। ম্যাচ সেরার পুরস্কারও পান চারবারের বিশ্বসেরা এই খেলোয়াড়।
ঐ ম্যাচে গোল পাওয়া এবং আর্জেন্টিনা আক্রমণভাগের অন্যতম সদস্য সার্জিও অ্যাগুয়েরো অবশ্য ফাইনালে আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচ আশা করছেন। ম্যানচেস্টার সিটির হয়ে দারুণ এক মৌসুম কাটানো অ্যাগুয়েরো বলেন, 'উরুগুয়ের পর দ্বিতীয় বড় দলের সামনে আমরা এবং নিশ্চিতভাবেই তারা আমাদের চেপে ধরতে চাইবে। তারা এই টুর্নামেন্টের অন্যতম সেরা দল এবং আমার বিশ্বাস দারুণ একটা ফাইনাল হতে যাচ্ছে এটা।'

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top