সড়ক
দুর্ঘটনায় বলিউড অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য হেমা মালিনী আহত হয়েছেন।
এই ঘটনায় চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার
সন্ধ্যায় মথুরা থেকে জয়পুর যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় হেমা
মালিনীর গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রাজস্থানের দৌসায় হেমা মালিনির মার্সিডিস গাড়িটির সঙ্গে অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
দৌসার
পুলিশ সুপার অংশুমান ভূমিয়া জানান, দুর্ঘটনার পর পাঁচজনকে আহত অবস্থায়
হাসপাতালে নেয়া হয়। তাদের মধ্যে চার বছর বয়সী সোনম মারা যায়।
ওয়ান
ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মথুরার সংসদ সদস্য হেমা কারাউলির
মেহেন্দিপুর বালাজি মন্দির ঘুরে জয়পুর যাচ্ছিলেন। এসময় লালসোট বাইপাসের
কাছে হেমার মার্সিডিজ উল্টো দিক থেকে আসা একটি অল্টোকে ধাক্কা দেয়। অল্টোতে
যে পরিবার ছিল তারা লালসোটেরই বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
হেমা
মালিনী গাড়ির পিছনে বসে ছিলেন। সংঘর্ষের ফলে তিনি ছিটকে এসে সামনে পড়েন।
এতে কপাল ফেটে যায় তার। থুতনি ও পায়েও আঘাত লেগেছে। তাকে জয়পুরের ফর্টিস
হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হেমার সিটি স্ক্যানও করা হয়েছে। তার আঘাত
গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিত্সকরা। সূত্র: এনডিটিভি ও ওয়ান ইন্ডিয়া।