বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, সুন্দরবনের বাঘ রক্ষায় দেশে সচেতনতা তৈরি হয়েছে। সবাই মিলে এই বাঘকে রক্ষা করতে হবে।
বৃহস্পতিবার বিশ্ব বাঘ দিবস-২০১৫ উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
আনোয়ার
হোসেন মঞ্জু বলেন, যেকোনো পরিসংখ্যানই সবচেয়ে বড় মিথ্যা কথা। কেননা বাঘ
কতটা পাওয়া গেছে, এর চেয়ে বড় কথা হচ্ছে বাঘ কখন গোনা হয়েছে।
অনুষ্ঠানে
বাঘ রক্ষায় সরকারের নানা উদ্যোগের কথা উল্লেখ করে পরিবেশ ও বন
মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, বাঘের আবাসস্থল
রক্ষায় উন্নয়ন সহযোগী দেশগুলো সহায়তা করছে।
বাঘ
দিবসের অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের
প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মোস্তফা ফিরোজ। সভাপত্বি করেন প্রধান বন
সংরক্ষক ইউনুস আলী।
এছাড়া
বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন সংরক্ষক তপন কুমার
দে, বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিনি ই কিম্যাস,
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার রাকিবুর রহমান ও উপ-প্রধান
বন সংরক্ষক আকবর হোসেন বক্তব্য দেন।