বাংলাদেশ-ভারতের মধ্যকার ছিটমহলের বাসিন্দারা আনন্দের জোয়ারে ভাসবে রাত ১২টা এক মিনিটে।
ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি দুদেশের ১৬২টি ছিটমহলেই একসঙ্গে বিভিন্ন কর্মসূচি পালন করতে যাচ্ছে।
৬৮
বছর পর এ সমস্যা সমাধান হওয়ায় রাতে ছিটমহলের প্রত্যেকটি মুসলিম বাড়িতে
৬৮টি মোমবাতি আর হিন্দু বাড়িতে ৬৮টি প্রদীপ জ্বলবে। এছাড়া ছিটমহলগুলোর
প্রতিটি অন্ধকার সড়কে মশাল জ্বালিয়ে আলোকিত করার পাশাপাশি ওড়বে আকাশ
প্রদীপ। রাতভর চলবে নাচ-গানসহ নানা অনুষ্ঠান।
ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি যৌথভাবে বাংলাদেশের ১১১টি ছিটমহলে এবং ভারতের ৫১টি ছিটমহলে এসব অনুষ্ঠানমালার আয়োজন করেছে।