বলিউডের পাঁচ হবু বর-কনে

S M Ashraful Azom
বলিউডে চলছে এখন বিয়ের মরশুম। সোহা আলী খান থেকে শাহিদ কাপুর একের পর এক বাঁধা পড়েছে সাতপাকে। কেউ কেউ প্রকাশ্যে স্বীকার করছে তাঁদের সম্পর্কের কথা তো কেউ লিভি-ইন রয়েছে। তবে শোনা যাচ্ছে, আগামী বছরই বিয়ের পিড়িতে বসতে চলেছেন কিছু তারকা জুটি। চোখ রাখব এমন কিছু সম্পর্কের দিকে যাঁদের প্রেম গড়াতে পারে বিবাহ বন্ধনে। দীপিকা-রণবীর: সিনেদুনিয়ায় মিলন হয়নি রাম-লীলার। তবে এবার রুপোলি পর্দার বাইরে চার-হাত এক হতে চলেছে তাঁদের। না বিয়েটা এখনই নয়! তবে দীপিকার আঙুলে ভালোবাসার সাক্ষী রাখতে চলেছে রণবীর। হ্যাঁ, এনগেজমেন্ট করতে চলেছেন দীপিকা-রণবীর। ঘনিষ্ঠ সূত্রের খবর, আগামী বছর ফেব্রুয়ারি মাসে বাগদান পর্বটা সেরে ফেলতে চলেছেন বলিউডের এই লাভবার্ড। প্রকাশ্যে কখনোই স্বীকার করেননি সম্পর্কের কথা। তবে আকার-ইঙ্গিতে বুঝিয়েছেন অনেকবার। লিভি ইন নয় তবে ক্রিসমাস, নিউ-ইয়ারে একসঙ্গেই ছুটি কাটান এই তারকা জুটি। তবে শুধু প্রেমিকার সঙ্গে নয়, দীপিকার পরিবারকেও সমানভাবে সময় দিয়ে থাকেন রণবীর। তাইতো কখনো শপিংয়ে সাহায্য করেন দীপিকার বোনকে, তো কখনো দীপিকার মা-কে সঙ্গে নিয়ে যান মন্দিরে। যাকে বলে একেবারে ‘জরু কা গুলাম’। বলিউডের পাঁচ হবু বর-কনে ক্যাটরিনা-রনবীর: বলিউডে ক্যাটরিনার আগমন সালমান খানের প্রেমিকা হিসাবে। তারপর ধীরে ধীরে নিজের দক্ষতায় ‘সালমানের প্রেমিকা’-র তকমা সরিয়ে নিজের পরিচয় প্রতিষ্ঠা করেছেন ক্যাটরিনা কাইফ। বর্তমানে তিনি কাপুর খানদানের হবু বৌমা হতে চলেছেন বলেই খবর। প্রথমে সম্পর্কের কথা লুকিয়ে রাখলেও পরে প্রকাশ্যে জানিয়েছেন প্রেম করছেন তাঁরা। বর্তমানে কৃষ্ণা বাংলোয় লিভি ইন করছেন ক্যাট-রণবীর। রণবীরের জন্য নাকি রান্নাও শিখছেন ক্যাটরিনা। বলিউডের পাঁচ হবু বর-কনে সুশান্ত- অঙ্কিতা: যাকে বলে একেবারে খাটি প্রেমিক সুশান্ত। কখন কি করছেন, আর করছেন না তার সমস্ত খবর পুঙ্খানুপুঙ্খভাবে দিতে থাকেন প্রেমিকাকে। এমনকি ছবিতে কোনো ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হলে অনুমতি নিয়ে থাকেন প্রেমিকার। আর প্রেমিকার সায় থাকলে তবেই সেই দৃশ্যে অভিনয় করতে রাজি হন নায়ক। চার চোখের মিলন হয়েছিল সেই কবে। ছোট পর্দায় স্বামী-স্ত্রী চরিত্রে অভিনয় করতে করতে কখন যে দু’জন কাছে চলে এসেছেন তা নিজেরাও বুঝতে পারেননি। ‘পবিত্র রিস্তা’-এর সেটে শুরু এই প্রেমকাহিনি। লিভ ইন রিলেশনে রয়েছেন এই যুগল। তবে এবার আর নয়। নিজেদের সম্পর্কে আরও পোক্ত করতে এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সুশান্ত-অঙ্কিতা। বলিউডের পাঁচ হবু বর-কনে আনুশকা-বিরাট: যতবার বিরাটের ব্যাটে ঝড় উঠেছে মাঠে নাম এসেছে আনুশকার। এদিকে যখনই ভালো অভিনয় করে প্রশংসা কুড়িয়েছে আনুশকা স্বাভাবিকভাবে জুড়ে গেছে কোহলির নাম। বিরাট-আনুশকার সম্পর্ক নিয়ে বি-টাউনে রটনার শেষ ছিল না। তাই নিরুপায় হয়ে শেষমেশ নিজেদের সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছেন এই তারকা জুটি। বলিঅন্দরে জোর গুঞ্জন আগামী বছর গাঁটছড়া বাঁধতে চলেছেন বিরাট-আনুশকা। বলিউডের পাঁচ হবু বর-কনে সালমান খান-লুলিয়া: বলিপাড়াসহ সালমানের অসংখ্য ফ্যান যখন ভাইজানের দুলহানিয়ার অপেক্ষায়। তখন তাঁদের অপেক্ষার প্রহর না বাড়িয়ে কিছুদিন আগে সালমান জানিয়েছিলেন, ‘আর অ্যারেঞ্জড ম্যারেজই নয়, আমার জীবনে ফিরে এসেছে ভালোবাসা। মনে করা হচ্ছে, খুব শিগগিরই বিয়ে করতে চলেছেন সালমান খান। গুঞ্জন উঠেছে রোমানিয়ান মডেল গার্লফ্রেন্ড লুলিয়া ভ্যানাতুরকে বিয়ে করতে চলেছেন। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top