তারকা ফুটবলাররা প্রতি মৌসুমে কাড়ি কাড়ি টাকা উপার্জন করেন। খরচ করতে সমস্যা কোথায়? মন যখন যা চাইবে সেটা করাই তো স্বাভাবিক। নেইমারও তার ব্যতিক্রম নয়। মন চেয়েছে ব্যক্তিগতভাবে জেট বিমান কিনতে। তাই কিনে নিয়েছেন। আর এটা কিনতে তার খরচ হয়েছে ১০ মিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় প্রায় ৭৯ কোটি টাকা। আর এই বিমান কিনে প্রথমেই তিনি বন্ধুদের লিফট দিয়েছেন। নিয়ে গেছেন লাসলেভাসে। তবে কোপা আমেরিকা থেকে ছিটকে যাওয়ার পরই তিনি এই বিমান কেনার কাজ সম্পন্ন করেন। ব্যক্তিগত বিমানে করেই তিনি বন্ধুদের নিয়ে লাসভেগাসে যান। সেখান থেকে যান জাপানে। ২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার সময় জরুরী ভিত্তিতে জেট বিমানের প্রয়োজন হয়েছিল নেইমারের। তখন সে বিমানটি ধার করেছিল জুলিও ইগিলিসার কাছ থেকে। এবার তিনি নিজেই একটি কিনে ফেললেন।