দাবাং থ্রিতেও সালমান-সোনাক্ষি

S M Ashraful Azom
সালমানের সঙ্গে দাবাং থ্রিতে অভিনয় করবেন সোনাক্ষি সিনহা। দাবাং সিরিজের এ জুটির জমজমাট রসায়ন দাবাং থ্রিতে আবারো দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।
এ ছবিতে সোনাক্ষির উপস্থিতি নিশ্চিত করেছেন সালমান খান। সম্প্রতি গণমাধ্যমকে তিনি জানান, সোনাক্ষিকে শিগগিরই দেখা যাবে দাবাং থ্রিতে। বর্তমানে ছবিটির চিত্রনাট্যের কাজ চলছে এবং তিন-চার দিনের মধ্যেই শেষ হবে।

এদিকে এ খবরে স্বস্তি লাভ করেছেন সোনাক্ষি সিনহা নিজেও। কারণ দাবাং-থ্রি সিক্যুয়ালে কাজ করা নিয়ে সংশয়ে ছিলেন তিনি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top