২০৩০ সালে বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্রমুক্ত: পরিকল্পনামন্ত্রী

S M Ashraful Azom
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি বলেছেন, ‘২০৩০ সালে বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ। ২০৪০ সালে এদেশ বিশ্বের অন্যতম উন্নত দেশে পরিণত হবে। তখন দেশে দরিদ্র থাকবে না, কেউ না খেয়ে মরবে না।’
 
বৃহস্পতিবার বিকালে কুমিল্লা কোটবাড়িস্থ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ৪৮তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
মন্ত্রী বলেন, ‘এক সময় যেসব উন্নত দেশ অনুন্নত দেশ হিসেবে বাংলাদেশকে তুচ্ছ-তাচ্ছিল্য করত উন্নয়নের জন্য তারাই এখন আমাদের প্রধানমন্ত্রীর হাতে পুরস্কার তুলে দিচ্ছে।’
 
বার্ডের মহাপরিচালক (ডিজি) সালাহউদ্দিন মাহমুদের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক (ডিজি) এমএ মতিন, কুমিল্লার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, কুমিল্লা বার্ডের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ মীর কাসেম, পরিচালক (পল্লী প্রশাসন) মো. সফিকুল ইসলাম, উপ-পরিচালক (পল্লী অর্থনীতি) মো. আবু তালেব, উপ-পরিচালক (পল্লী শিক্ষা) মো. আবদুল মান্নান ও সহকারী পরিচালক (পল্লী প্রশাসন) ফরিদা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top