যে ফোন পানিরোধী-ভাঙবে না-হ্যাকও হবে না!

S M Ashraful Azom
যুক্তরাষ্ট্রের টিউরিং রোবোটিক ইন্ডাস্ট্রিজ নামের একটি প্রতিষ্ঠান এমন একটি স্মার্টফোন তৈরি করেছেন যাতে তিনটি বিশেষ ফিচার থাকছে। প্রথমটি হচ্ছে পানিরোধী অর্থাৎ স্মার্টফোনটিতে পানি ঢুকলেও এর কোনো ক্ষতি হবে না। দ্বিতীয়টি হচ্ছে—এটি হবে লিকুইডমরফিয়াম নামের বিশেষ এক উপাদানে তৈরি, যা টাইটেনিয়াম ও ইস্পাতের চেয়েও মজবুত। স্মার্টফোনটির আরেকটি বিশেষ ফিচার হচ্ছে—এটি সহজে হ্যাক করা যাবে না অর্থাৎ এটি হবে নিরাপদ যোগাযোগের উপযোগী। গতকাল উইয়ার্ড ডটকমের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। উইয়ার্ডের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোভিত্তিক প্রতিষ্ঠান টিউরিং রোবটিক ইন্ডাস্ট্রিজ ‘টিউরিং ফোন’ নামে বিশেষ এই ফোনটির নির্মাতা। সাড়ে পাঁচ ইঞ্চি মাপের ফোনটি চালু করতে এর পাশের ফিঙ্গারপ্রিন্ট রিডারে আঙুল রাখতে হয়। এ ছাড়াও, এতে নিরাপত্তার জন্য সার্ভার ও থার্ড পার্টির সেবা ব্যবহারে বিশেষ এনক্রিপশন বা নিরাপত্তা প্রযুক্তি রয়েছে। লিকুইডমরফিয়াম নামের উপাদানটি ব্যবহারের কারণে ফোন যথেষ্ট মজবুত হয় বলে এটি শকপ্রুফ ও স্ক্রিন ভেঙে যাওয়ার থেকেও রক্ষা পায়। আইফোন ৬ এ অ্যাপল সামান্য পরিমাণে এ উপাদানটি ব্যবহার করেছে। ফোনটির অভ্যন্তরে ন্যানো-কোটিং ব্যবহার করায় এতে পানি ঢুকলেও ফোনের কোনো ক্ষতি হয় না। ফোনটির ১৬ গিগাবাইট মডেলের দাম হবে ৬১০ মার্কিন ডলার। এ মাসের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের বাজারে আসবে এটি। টিউরিং রোবোটিকের প্রধান নির্বাহী স্টিভ চাও বলেন, আমরা তিনটি বিশেষ ফিচারে গুরুত্ব দিয়েছি। ফিচারগুলো হচ্ছে ব্যক্তিগত নিরাপত্তা চাবি, লিকুইড উপাদান ও ন্যানো কোটিং। জিপিএস, ওয়াই-ফাই ও ক্যামেরা হচ্ছে প্রথম যুগের স্মার্টফোনের ফিচার। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top