নাইজেরিয়ায় জোড়া বোমা হামলায় নিহত ৩০

S M Ashraful Azom
নাইজেরিয়ায় গোম্বে শহরে জোড়া গত বৃহস্পতিবার জোড়া বোমা হামলার ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছে। খবর আলজাজিরার। রেডক্রসের এক কর্মকর্তা বলেন, ‘আমি ব্যাগে ৩০টি লাশ ভরেছি। আমি নিশ্চিত এখানে আরও লাশ আছে।’ দেশটির জরুরি ব্যবস্থাপনা সংস্থার এক কর্মকর্তা জানান, একটি মার্কেটে ঘটা ওই বিস্ফোরণের ঘটনায় বহু হতাহত হয়েছে। স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঘটা ওই ঘটনায় দুই আত্মঘাতী বোমা হামলাকারী জড়িত বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো দল এ হামলার দায় স্বীকার করেনি। দেশটিতে বেশিরভাগ হামলার ঘটনা ঘটিয়ে থাকে বোকো হারামের সদস্যরা। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top