সেবা হটনিউজ ডেক্সঃ
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার কৃতি সন্তান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কাউন্সিলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট শিল্পপতি মাহবুবুল হক চিশতি (বাবুল চিশতি) বকশীগঞ্জ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল www.sebahotnews.org এর প্রধান উপদেষ্টা হয়েছেন।
গতকাল রোববার থেকে তিনি উক্ত নিউজ পো্র্টালে প্রধান উপদেষ্টা হিসেবে থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। জনাব বাবুল চিশতি সেবা হটনিউজের প্রধান উপদেষ্টা পদে সম্মতি জ্ঞাপন করায় সেবা হটনিউজ পরিবারের পক্ষ থেকে তাকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা।
এসএম আশরাফুল আজম
সম্পাদক
সেবা হটনিউজ ডট অর্গানাইজেশন
www.sebahotnews.org