বকশীগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

G M Fatiul Hafiz Babu
সেবা হটনিউজ ডেক্সঃ


জামালপুরের বকশীগঞ্জে নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধ কল্পে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষে সোমবার দুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার সারমারা নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন এবং অপারেশন) মোখলেছুর রহমান (পান্না), বিপিএম (বার)।
জামালপুর জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় জেলা পুলিশ সুপার নিজাম উদ্দিন এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জাতিসংঘ জনসংখ্যা তহবিলের জেলা জেন্ডার বিষয়ক কর্মকর্তা আকলিমা জেসমিন, দেওয়ানগঞ্জ (সার্কেল) এএসপি এম তানভীর আহমেদ, ওসি মোস্তাছিনুর রহমান (পিপিএম) , সরিষাবাড়ি সাব-রেজিস্ট্রার অ্যাডভোকেট গোলাম রব্বানী, আওয়ামীলীগ নেতা আবু জাফর, সমাজ সেবক এমদাদুল হক এমদাদ, অধ্যক্ষ হেলাল উদ্দিন খান,সাবেক ছাত্রলীগ নেতা জাফর ইকবাল, ইউপি চেয়ারম্যান আব্দুল মাজেদ, সারমারা নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর আল ফারুক, তরুন সমাজসেবক মাহমুদুল আলম বাবু ,কিশোরী কেয়া মনি প্রমুখ। মতবিনিময় সভায় উপসি'ত শিক্ষার্থীরা বাল্যবিয়েকে “না” বলে শপথ করেন।
এর আগে জেলা পুলিশের উদ্যোগে রামরামপুর জলমহালে ৪০ কেজি পোনামাছ অবমুক্ত ও  পরে বিভিন্ন ইউনিয়নের দুস' ও অসহায়দের মাঝে ৭০০ শাড়ি, লুঙ্গি বিতরণ করেন বকশীগঞ্জের কৃতি সন্তান এই পুলিশ কর্মকর্তা।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top