ঈদে প্রিয়জনকে
পছন্দের ডিভাইস উপহার দিতে আইফোন, ম্যাকবুক ও আইম্যাকে ‘চাঁদরাত অফার’
দিচ্ছে অ্যাপলের বাংলাদেশী পরিবেশক কম্পিউটার সোর্স। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ
তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।।
এতে বলা হয়েছে, এই অফারের অাওতায় চাঁদ রাত পর্যন্ত আইফোন ফাইভ এস মডেলে ৭ হাজার টাকা ছাড় এবং সুদমুত্ত কিস্তিতে আইফোন সিক্স ও সিক্স প্লাস কেনার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। এছাড়াও নির্দিষ্ট মডেলের ম্যাকবুক ও আইম্যাকে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় দেয়া হয়েছে। কম্পিউটার সোর্সের প্রতিটি বিক্রয় কেন্দ্র থেকে এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ অ্যাপলে এসব পণ্য কেনা যাবে।
এতে বলা হয়েছে, এই অফারের অাওতায় চাঁদ রাত পর্যন্ত আইফোন ফাইভ এস মডেলে ৭ হাজার টাকা ছাড় এবং সুদমুত্ত কিস্তিতে আইফোন সিক্স ও সিক্স প্লাস কেনার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। এছাড়াও নির্দিষ্ট মডেলের ম্যাকবুক ও আইম্যাকে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় দেয়া হয়েছে। কম্পিউটার সোর্সের প্রতিটি বিক্রয় কেন্দ্র থেকে এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ অ্যাপলে এসব পণ্য কেনা যাবে।