এনটিভিতে আজ
দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘কাপল’। মিজানুর রহমান
আরিয়ানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন অপূর্ব, মম, নাঈম, ঈষিকা, কাজী
উজ্জল প্রমুখ। নাবিলার বিয়ে ঠিক হয়ে আছে তার বাবার বাল্যবন্ধু রফিক
সাহেবের ছেলে সানির সাথে। কিন্তু সানির অনেককিছুই মেলে না নাবিলার সাথে।
নাবিলার বড় বোনের বিয়েতে আফতাব প্রথমবার নাবিলাকে দেখে মুগ্ধ হয়।
অপূর্ব-মম জুটির ‘কাপল’
জুলাই ২৫, ২০১৫