অপূর্ব-মম জুটির ‘কাপল’

S M Ashraful Azom
এনটিভিতে আজ দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘কাপল’। মিজানুর রহমান আরিয়ানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন অপূর্ব, মম, নাঈম, ঈষিকা, কাজী উজ্জল প্রমুখ। নাবিলার বিয়ে ঠিক হয়ে আছে তার বাবার বাল্যবন্ধু রফিক সাহেবের ছেলে সানির সাথে। কিন্তু সানির অনেককিছুই মেলে না নাবিলার সাথে। নাবিলার বড় বোনের বিয়েতে আফতাব প্রথমবার নাবিলাকে দেখে মুগ্ধ হয়।
 
অনেকদিন পর যখন সানির সাথে নাবিলার সম্পর্ক শেষের পথে ঠিক তখন আফতাবের সাথে দেখা হয় নাবিলার। দু’জনে ভালো বন্ধুত্ব হয়। আফতাব যেদিন নাবিলাকে তার ভালোবাসার কথা বলতে যাবে, ঠিক সেদিন ফিরে আসে সানি। বিয়েও ঠিক হয়ে যায় ওদের। কিন্তু শেষ মুহূর্তে নাবিলা বুঝতে পারে সে আফতাবের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। সানিও ব্যাপারটা বুঝতে পারে। সানি নিজে নাবিলাকে আফতাবের হাতে তুলে দেয়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top