বকশীগঞ্জ প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনকালে এক মাদ্রাসা শিক্ষক সহ তিন মাদকসেবীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে সদর ইউনিয়নের নঈম মিয়ার বাজারের একটি দোকান থেকে মাদক সেবনকালে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ধারার চর গ্রামের হাবিবুর রহমান (৪০), মরার পাড়া গ্রামের আবদুল কাদেরের পুত্র সাইফুল ইসলাম (৩৫) ও আসলাম হোসেন (৩০) । এর মধ্যে আসলাম হোসেন দেওয়ানগঞ্জ উপজেলার কমুরাকান্দি দাখিল মাদ্রাসার সহকারী সুপার। সে বকশীগঞ্জ উপজেলার বগার চর ইউনিয়নের টাংগারী পাড়া গ্রামের বারেক হাজীর পুত্র ।
থানার উপ-পরিদর্শক আবদুল হান্নান জানান, ওই রাতে নঈম মিয়ার বাজারের মনিরের পরিত্যক্ত ঘরে হিরোইন সেবন করছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাদেরকে রাতেই আটক করা হয়।
জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনকালে এক মাদ্রাসা শিক্ষক সহ তিন মাদকসেবীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে সদর ইউনিয়নের নঈম মিয়ার বাজারের একটি দোকান থেকে মাদক সেবনকালে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ধারার চর গ্রামের হাবিবুর রহমান (৪০), মরার পাড়া গ্রামের আবদুল কাদেরের পুত্র সাইফুল ইসলাম (৩৫) ও আসলাম হোসেন (৩০) । এর মধ্যে আসলাম হোসেন দেওয়ানগঞ্জ উপজেলার কমুরাকান্দি দাখিল মাদ্রাসার সহকারী সুপার। সে বকশীগঞ্জ উপজেলার বগার চর ইউনিয়নের টাংগারী পাড়া গ্রামের বারেক হাজীর পুত্র ।
থানার উপ-পরিদর্শক আবদুল হান্নান জানান, ওই রাতে নঈম মিয়ার বাজারের মনিরের পরিত্যক্ত ঘরে হিরোইন সেবন করছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাদেরকে রাতেই আটক করা হয়।