‘আমি রোমান্টিক নাটকে স্বাচ্ছন্দবোধ করি’

S M Ashraful Azom
মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। রোমান্টিক ঘরনার নাটকেই বেশি দেখা যায় তাকে। তার বর্তমান ব্যস্ততা চলছে ঈদের নাটক নিয়ে। পাশাপাশি নিয়মিত কাজ নিয়ে ব্যস্ত আছেন তিনি। এরইমধ্যে প্রায় সবগুলো নাটকের শুটিং শেষ করেছেন।
আগামীকাল এনটিভিতে ৯টায় প্রচার হবে মেহজাবীন অভিনীত একক নাটক ‘শুধু তোমার জন্য’। নাটকটিতে আরও অভিনয় করেছেন নিশো ও তানভীর। এছাড়াও ঈদের পঞ্চম দিন চ্যানেল আইতে প্রচার হবে বিশেষ নাটক ‘ম্যাচিউরড’।
নাটকটিতে নাঈমের বিপরীতে দেখা যাবে মেহজাবীনকে। এবার ঈদের নাটক প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘দর্শকরা আমাকে যে মূলত রোমান্টিক নাটকে দেখতে পান এবার ঈদের নাটকগুলোও তেমনটাই। আমি রোমান্টিক নাটকে স্বাচ্ছন্দবোধ করি। তবে প্রতিটি গল্পেরই মৌলিক একটি জায়গা আছে। আশা করি দর্শকদের নাটকগুলো ভালো লাগবে। তাদের অবসর সময়গুলো ভালোই যাবে।’

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top