সৃজনশীল শিক্ষাপদ্ধতিতে অনন্য ট্রাস্ট কলেজ

S M Ashraful Azom
বাংলাদেশের মতো উন্নয়শীল দেশে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় সৃজনশীল ও প্রায়োগিক শিক্ষার গুরুত্ব সর্বাধিক; আর এই লক্ষ্যে ঢাকার উত্তরা মডেল টাউনে প্রতিষ্ঠিত ট্রাস্ট কলেজ আস্থার নাম, এক ব্যতিক্রমী বিদ্যাপীঠের নাম, যেখানে শিক্ষার্থীদের প্রাইভেট পড়ার প্রয়োজন নেই। ২০০৯ সালে প্রতিষ্ঠিত এ কলেজ অল্প সময়ের মধ্যেই ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে, ইতোমধ্যে ২০১৩ সালের উচ্চমাধ্যমিক ফলাফলের ভিত্তিতে ঢাকা বোর্ড-এর শীর্ষ কলেজগুলোর অন্যতম কলেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে। দেশকে বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকার জন্যে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে, আলোকিত মানুষ সৃষ্টি করতে এবং বিশাল জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে ট্রাস্ট কলেজ প্রতিশ্রুতিবদ্ধ এবং তা বাস্তবায়নে সুপরিকল্পিতভাবে পরিচালিত হচ্ছে তার শিক্ষা-কার্যক্রম। ব্যতিক্রমী ট্রাস্ট কলেজবর্তমানে ট্রাস্ট কলেজে যে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় তা প্রচলিত শিক্ষা কার্যক্রমের তুলনায় একটু ভিন্ন ধরনের। এখানে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিক্ষা-কার্যক্রম পরিচালিত হয়। যেখানে প্রচলিত ক্লাসগুলোর সময়কাল ৪০-৪৫ মিনিট, সেখানে ট্রাস্ট কলেজের প্রতিটি ক্লাসের সময়কাল ৬০ মিনিট বা ১ ঘণ্টা। ১ ঘণ্টাব্যাপী ক্লাসগুলোতে নির্দিষ্ট ঞড়ঢ়রপ-এর খুটিনাটি বিষয়ের ওপর বিস্তারিতভাবে আলোকপাত করা হয় এবং ক্লাসেই ছাত্রছাত্রীদের দুর্বোধ্য বিষয়গুলো শনাক্ত করে তা পুনরায় বুঝিয়ে দিয়ে পড়া দেয়া ও নেয়ার পর্বটি সম্পন্ন করা হয়। ক্লাসের নির্দিষ্ট সময়ের পর দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত প্রতিদিন দুইটি বিষয়ের ওপর গ্রুপস্টাডি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। গ্রুপস্টাডি প্রোগ্রামে ৪ জন ছাত্রছাত্রী ও ১ জন বিষয়ভিত্তিক শিক্ষক সহযোগে গ্রুপ করে দেয়া হয়। গ্রুপস্টাডি প্রোগ্রামের সময় প্রতি বিষয় ১ ঘণ্টার; গ্রুপস্টাডি প্রোগ্রামে নতুন কোনো অধ্যায় পড়ানো হয় না; এখানে পূর্বের ক্লাসে পড়ানো অধ্যায়ের যে-কোনো সমস্যা সমাধান ও আদায়ের ব্যবস্থা করা হয়। ট্রাস্ট কলেজে বোর্ডের দুই বছরের সিলেবাসকে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছরকে তিনটি টার্মে বিভক্ত করা হয়। প্রতিটি টার্মের নির্ধারিত ক্লাসের সংখ্যা অনুযায়ী অধ্যায়সমূহ সাজিয়ে টার্মভিত্তিক পরিকল্পনা করা হয়। টার্ম পরিকল্পনানুযায়ী প্রতিদিনের ক্লাস পরিচালিত হয়। প্রতিটি ক্লাস পূর্বনির্ধারিত পাঠ-পরিকল্পনা অনুযায়ী নিখুঁতভাবে গ্রহণ করা হয়। ক্লাসের নির্ধারিত সময়ে শিক্ষকগণ কী বিষয় কোন পদ্ধতিতে পাঠদান ও মূল্যায়ন করবেন পাঠ-পরিকল্পনায় তা নির্ধারণ করা থাকে। প্রতিটি ক্লাসে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট অধ্যায়ের ওপর ক্লাস শুরুর আগের দিনই লেকচার শিট প্রদান করা হয়। এই লেকচার শিটে আলোচ্য বিষয়ের মূল প্রসঙ্গসহ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ উল্লেখ থাকে, যা ছাত্রছাত্রীদের ক্লাস শুরুর আগে পড়া থাকে বলে ক্লাস চলাকালে সহজেই অনুসরণ করতে পারে। গাইড শিক্ষক/ফর্ম মাস্টার ও বিষয়ভিত্তিক শিক্ষক প্রতি ১০ জন ছাত্রছাত্রীর জন্য এক জন গাইড শিক্ষক/ফর্ম মাস্টার নির্ধারণ করা থাকে। এই গাইড শিক্ষক/ফর্ম মাস্টার সার্বক্ষণিকভাবে ছাত্রছাত্রীদের পর্যবেক্ষণ করে থাকেন এবং যে-কোনো সমস্যায় ছাত্রছাত্রীর পাশে থেকে তা দ্রুত সমাধানের ব্যবস্থা গ্রহণ করেন। একজন গাইড শিক্ষক প্রতিদিন তার নিজ গাইডের ছাত্রছাত্রীর হাজিরা শতভাগ নিশ্চিত করেন। তিনি ছাত্রছাত্রীদের পোশাক-পরিচ্ছদ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিয়মানুবর্তিতা ও প্রতিদিনের পাঠ তৈরির বিষয়ে সামগ্রিক দায়িত্ব পালন করেন।নিজস্ব অর্থায়নে কোচিং, প্রযুক্তিনির্ভর ক্লাস ও ল্যাবএকমাত্র ট্রাস্ট কলেজেই নির্ধারিত ক্লাসের বাইরে অতিরিক্ত সময়ে শিক্ষকদের প্রত্যক্ষ ও নিবিড় তত্ত্বাবধানে অপেক্ষাকৃত দুর্বল এবং কম মেধাসম্পন্ন ছাত্রছাত্রীদের জন্য প্রাইভেট কোচিংয়ের বিকল্প হিসেবে কলেজের নিজস্ব অর্থায়নে কোচিং ক্লাসের ব্যবস্থা করা হয়। প্রচলিত লেকচার পদ্ধতি ছাড়াও প্রজেক্টর, কম্পিউটার, সিডি, ভিসিডিসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তির মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের শিক্ষা দেয়া হয়। ট্রাস্ট কলেজের একটি অনন্য বৈশিষ্ট্য হলো এর উন্নত ল্যাবরেটরি। এখানে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানের ল্যাবগুলো সব ধরনের আধুনিক সরঞ্জামে সমৃদ্ধ, রয়েছে ইন্টারনেট ও যুগোপযোগী সকল সুবিধা সমৃদ্ধ ওঈঞ  ল্যাব। শ্রেণিকক্ষে পঠিত তত্ত্বীয় বিদ্যাকে আরো কার্যকর এবং বাস্তবজীবনে দক্ষভাবে কাজে লাগানোর প্রয়োজনে ছাত্রছাত্রীদের ল্যাবরেটরিতে হাতে-কলমে শিক্ষা দেয়া হয়। একাদশ শ্রেণিতে ভর্তি ট্রাস্ট কলেজ- ঊওওঘ: ১৩৪২২১; মাধ্যম : বাংলা ও ইংরেজি (আবাসিক/অনাবাসিক); শাখা ও আসন : বিজ্ঞান-৭০০, ব্যবসায় শিক্ষা-২০০, মানবিক-১০০; আবেদনের ন্যূনতম এচঅ : বিজ্ঞান-২.০০, ব্যবসায় শিক্ষা-২.০০, মানবিক-১.০০। প্রয়োজনীয় তথ্য বিস্তারিতভাবে জানতে ঃৎঁংঃপড়ষষবমব.বফঁ.নফ থেকে ঝবৎারপব গধহরভবংঃড়থঢ়ফভ এবং বিগত বছরগুলোর এইচএসসি পরীক্ষার ফলাফলের তুলনামূলক বিশ্লেষণ ফড়হিষড়ধফ করে জানা যাবে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top