কাঠগড়ায় যখন বিচারকের বন্ধু

S M Ashraful Azom
স্কুলের কোন পুনর্মিলনী অনুষ্ঠানে না হয়ে দুই বন্ধুর দেখা হল আদালতে। একজন বিচারকের আসনে আর একজন কাঠগড়ায়। কাঠগড়ার বন্ধুর বিরুদ্ধে সিঁধেল চুরিসহ নানান অভিযোগ। এরকমই নাটকীয় ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের মায়ামির একটি আদালতে।
 
কাঠগড়ায় দাঁড়ানো আর্থার বুথকে চিনতে পেরে বিচারক তাকে স্কুলের নাম জিগ্যেস করেন। আর এতেই দুজনেই পরিষ্কার হয়ে যান তারা পরস্পরের পুরনো বন্ধু।
 
অনেকদিন বাদে দেখা হওয়ায় দুজনেই আবেগ আপ্লুত ছিলেন। বিচারক মিস গ্লেজার জানান, বন্ধুকে কাঠগড়ায় দাঁড়াতে দেখে তিনি নিজে কতটা কষ্ট পেয়েছেন। তিনি আর্থারের খোঁজ পাওয়ার ব্যর্থ চেষ্টার কথাও জানান আদালত কক্ষে। আর এতেই আবেগের বাধ ভেঙে কাঁদতে শুরু করেন কাঠগড়ার বন্ধু।
 
'আমি তার সাথে ফুটবল খেলতাম। স্কুলে সে ছিল সবচেয়ে ভালো ছেলে। আমি এই দৃশ্য দেখে মনে কষ্ট পেয়েছি। আমি স্মরণ করতে পারি, সে কতটা স্মার্ট ছিল। ভালো ছাত্র ছাড়াও সে একাধিক ভাষায় কথা বলতে পারতো'- জানান মিস গ্লেজার। সূত্র: পিটিআই
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top