প্রেমের প্রতীক হিসেবে পরিচিত ভারতের তাজমহলের সামনে আত্মহত্যা চেষ্টা চালিয়েছে প্রেমিক যুগল। নিজ গলায় ছুরি চালিয়ে গত বুধবার আত্মহত্যার চেষ্টা করে তারা। খবর বিবিসি ও টাইমস অব ইন্ডিয়ার। পুলিশ জানিয়েছে, রাজবীর সিং ও শবনম আলী নামের হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের দুই তরুণ-তরুণী নিজেদের গলায় ছুরি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। ভিন্ন ধর্মাবলম্বী হওয়ার কারণে উভয় পরিবারের সদস্যরা তাদের বিয়ে দিতে রাজি হয়নি। এ কারণে তারা এ ঘটনা ঘটায়। উভয়কে রক্তাক্ত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়। তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলেও জানানো হয়েছে। পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট (এএসপি) অসীম চৌধুরী বলেন, মেয়েটি প্রথমে তার গলায় ছুরি চালালে ছেলেটিও একই ঘটনা ঘটায়। রাজবীর জানিয়েছেন, তারা তাদের পরিবারকে একাধিকবার বুঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। স্ত্রী মমতাজের সমাধিক্ষেত্রটি স্মরণীয় করে রাখতে ভারতের আগ্রায় তাজমহল নির্মাণ করেন মুঘল সম্রাট শাহজাহান। বিশ্বের অন্যতম আকর্ষণীয় এই নিদর্শনটি দেখতে প্রতি বছর লাখ লাখ লোক ছুটে আসেন।