ধর্মভিত্তিক দলের নেতারা কে কোথায় ঈদ করবেন

S M Ashraful Azom
শুক্রবার চাঁদ দেখা গেলে শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। মুসলমানদের সবচেয়ে বড় এ উৎসবকে ঘিরে সারাদেশে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছাড়ছেন লাখ লাখ মানুষ। ইতোমধ্যেই দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রাজনৈতিক অঙ্গনে দুইজন দুই মেরুতে থাকলেও একে অপরকে ঈদ শুভেচ্ছা দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী দলগুলোর নেতারাও। জেনে নিন ইসলামী দলগুলোর শীর্ষ নেতারা কে কোথায় ঈদ পালন করবেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী : দেশের সবচেয়ে বৃহৎ ইসলামী দল জামায়াতে ইসলামী। দলটির আমীর মতিউর রহমান নিজামী, নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদসহ শীর্ষনেতারা মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে কারাবন্দী রয়েছেন। প্রতিবছরের মতো এবারও তারা কারাগারেই ঈদ উদযাপন করবেন। ঈদের দিন বিকেলে বা পরের দিন কারাবন্দী জামায়াত নেতাদের সঙ্গে দেখা করবেন স্বজনরা। প্রায় পৌনে দুই বছর ধরে লন্ডনে রয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। তিনি সেখানেই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন। শীর্ষনেতাদের অবর্তমানে বর্তমানে নেতৃত্বে থাকা ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রী প্রচার সম্পাদক অধ্যাপক তাসনিম আলম, নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর আমীর রফিকুল ইসলাম খান, নির্বাহী সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, হামিদুর রহমান আযাদ, নুরুল ইসলাম বুলবুলসহ অন্যান্য কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে। তাই তাদের অধিকাংশই ঢাকাতেই ঈদ উদযাপন করবেন। তবে কে কোথায় ঈদের নামাজ আদায় করবেন তা জানা যায়নি। জামায়াতের একটি সূত্র জানিয়েছে, ‘জিম্মি অবস্থায় ফরজিয়াত থাকে না’-এমন সুযোগে হুলিয়াপ্রাপ্ত জামায়াত নেতারা ঈদুল ফিতরের নামাজ আদায় থেকে বিরত থাকবেন। এসব নেতাদের অনেকেই আবার দীর্ঘদিন ধরে পরিবার থেকেও আলাদা হয়ে আত্মগোপনে দিনযাপন করছেন। তবে, হুলিয়া রয়েছে কিন্তু, আইনশৃঙ্খলা বাহিনী বা জনগণের সঙ্গে সেভাবে পরিচিত নন তারা বিভিন্ন ঈদগাহ বা মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ : ইসলামী আন্দোলনের আমীর চরমোনাইপীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম নিজ গ্রাম বরিশালের ঐতিহাসিক চরমোনাই মাদরাসা ময়দানে ঈদের জামাতে ইমামতি করবেন। ঈদের জামাতের পর এলাকার গণ্যমান্য, দলীয় নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।চরমোনাইপীরের দুই ভাই ও দলের নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীম ও প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী চরমোনাই মাদরাসা মাঠে নামাজ আদায় করবেন। এছাড়া ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ খুলনার রূপসা কেবিএম কেন্দ্রীয় ইদগাহে ও ঢাকা মহানগর সভাপতি অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন ঢাকার পশ্চিম রাজাবাজার জামে মসজিমে ঈদের জামাতে ইমামতি করবেন। বাংলাদেশ খেলাফত আন্দোলন : হাফেজ্জী হুজুর প্রতিষ্ঠিত দল বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা শাহ আতাউল্লাহ রাজধানীর কারওয়ান বাজারে আম্বর শাহ মসজিদে ঈদের নামাজের ইমামতি করবেন। তিনি ওই মসজিদের খতিব ও ইমাম। নামাজ শেষে বিকেলে লালকেল্লার মোড়ে দলীয় কার্যালয়ে নেতাকর্মী ও সর্বস্তরের জনতার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান রাজধানীর লালবাগ মসজিদের ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। কামরাঙ্গীরচর জামিয়া নুরিয়া মাদরাসা মাঠে নামাজ আদায় করবেন দলের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী। নামাজ আদায় শেষে তারা দুজনই খেলাফত আন্দোলনের আমীর শাহ আতাউল্লাহর সঙ্গে লালকেল্লা মোড়ে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। তবে, অসুস্থ বয়ঃবৃদ্ধের কারণে ঈদের নামাজ আদায় করতে পারছেন না দলটির সাবেক আমীর মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ। জমিয়তে উলামায়ে ইসলাম : দলের সিনিয়র নায়েবে আমীর ও হেফাজতে ইসলামের ঢাকা মহানগর আহ্বায়ক মাওলানা নূর হোসাঈন কাসেমী রাজধানীর বারিধারার জামিয়া আরাবিয়া মাদরাসায় ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। জমিয়তের মহাসচিব সাবেক মন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস তার নিজ নির্বাচনী এলাকা যশোরের মনিরামপুর জামিয়া এমদাদাদিয়া মাদরাসায় ঈদের জামাতের ইমামতি করবেন। দলের অন্যতম যুগ্ম মহাসচিব ও সাবেক এমপি মাওলানা শাহীনুর পাশা সিলেট সদরের জামিয়া দারুল কুরআন মাদরাসায় নামাজ পড়বেন। ইসলামী ঐক্যজোট : ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী রাজধানীর যাত্রাবাড়ীর কোনো এক মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। মহাসচিব মুফতি ফয়জুল্লাহ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তার নিজ এলাকায় নামাজ পড়বেন। ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসনাত আমিনী (মুফতি আমিনীর ছেলে) রাজধানীর বড়কাটরা মাদরাসা মসজিদে নামাজ আদায় করবেন। এছাড়া ইসলামী ঐক্যজোটের আরেক ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুর রকীব সিলেটে নিজ এলাকায় নামাজ আদায় করবেন। তিনি আবার নেজামে ইসলাম পার্টিরও চেয়ারম্যান। খেলাফত মজলিস : খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসাহাক তার নিজ গ্রাম পাবনার মধুপুরে ঈদের নামাজে ইমামতি করবেন। মহাসচিব অধ্যাপক ড. আহমদ আব্দুল কাদের রাজধানী ঢাকার আগারগাওয়ে ঈদের নামাজ আদায় করবেন। হেফাজতে ইসলাম : অরাজনৈতিক সংগঠন হলেও হেফাজতের সঙ্গে জড়িত অধিকাংশ নেতাকর্মীই বিভিন্ন ইসলামী দলের কোনো না কোনো পর্যায়ের নেতাকর্মী। হেফাজতের অরাজনৈতিক নেতাদের মধ্যে সংগঠনটির আমীর আল্লামা শাহ আহমদ শফী চট্টগ্রামের হাটহাজারি মাদরাসায় ঈদের নামাজ আদায় করবেন। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top