নেচে মাতালেন ওবামা

S M Ashraful Azom
গত রবিবার পিতৃপুরুষের বাড়ি কেনিয়ায় দুই দিন কাটালেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দেশটিতে তার সফর নিয়ে অনেক সমালোচক এই বলে মন্তব্য করেছিলেন যে, তিনি মূলত তার জন্মস্থানে গেছেন। কিন্তু সমালোচকদের এসব মন্তব্য তাকে বিনোদন থেকে দূরে সরিয়ে রাখতে পারেনি। বরং মঞ্চে নেচে সবাইকে মাতিয়েছেন কেনিয়ায় সফর করা প্রথম মার্কিন প্রেসিডেন্ট। 
কেনিয়ার রাজধানী নাইরোবিতে শনিবার রাতে রাষ্ট্রীয় নৈশভোজ শেষে দেশটির জনপ্রিয় পপ সংগীত শিল্পী  সোউতি সলের সঙ্গে নেচে উঠলেন তিনি। আর স্বয়ং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন নাচে তখন অন্যরা কী আর থেমে থাকে! ওবামার নাচের সঙ্গে যোগ দিলেন ডিনারে আগত অতিথিরা। দিনব্যাপী দ্বিপাক্ষিক বৈঠক, সংবাদ সম্মেলন শেষে নেচে ওবামা যেন একটু ক্লান্তি দূর করতে চাইলেন।
পরে এই নাচের ভিডিও সোউতি পল সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। ওবামা নাচেন গ্যাংনাম স্টাইলে। ঐতিহ্যবাহী এই লিপালা নাচে ওবামার সাথে অন্যান্যের মধ্যে যোগ দেন কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা এবং তার স্ত্রী মার্গারেট, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসেন রাইস প্রমুখ। -ডেইল মেইলি অনলাইন
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top