স্বয়ংক্রিয়ভাবে ফ্ল্যাশ ব্লক করলো ফায়ারফক্স ব্রাউজার

S M Ashraful Azom
বিভিন্ন ধরনের ওয়েবসাইটে মাল্টিমিডিয়া ও ইন্টারেক্টিভ কনটেন্ট প্রদর্শনের জন্য বিশ্বব্যাপী বহুল ব্যবহূত সফটওয়্যার অ্যাডোবির ফ্ল্যাশ। গত কয়েকদিনে অ্যাডোবির এই সফটওয়্যারে মারাত্মক ধরনের ত্রুটি খুঁজে পাওয়ার কারণে একে স্বয়ংক্রিয়ভাবে ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে মজিলা ফাউন্ডেশনের তৈরি বিনামূল্যের ওয়েব ব্রাউজার ফায়ারফক্স।

ফায়ারফক্স সাপোর্টের প্রধান মার্ক স্মিডট তার টুইটার অ্যাকাউন্টে আনুষ্ঠানিকভাবেই বিষয়টির ঘোষণা দিয়েছেন। টুইটে তিনি লিখেন, ‘বড় খবর!! ফ্ল্যাশের সব ধরনের সংস্করণকে এখন থেকে মজিলা ফায়ারফক্স ব্রাউজারে ডিফল্ট হিসেবে ব্লক করে দেওয়া হচ্ছে।’ তার ঘোষণা অনুযায়ীই অ্যাডোবি কর্তৃক ফ্ল্যাশের পরবর্তী আপডেট আসার আগ পর্যন্ত ফায়ারফক্সে ফ্ল্যাশ সফটওয়্যারকে ব্লক রাখা হচ্ছে।

মজিলার সাপোর্ট পেজে বিষয়টি ব্যাখ্যা করে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ফ্ল্যাশের যে মারাত্মক ত্রুটিগুলোর সুযোগ নিয়ে হ্যাকাররা নিজেদের কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে, সেগুলোর যথাযথ প্রতিকার হাজির করে অ্যাডোবি ফ্ল্যাশের নতুন কোনো সংস্করণ উন্মুক্ত করার আগ পর্যন্ত তাদের ফায়ারফক্স ব্রাউজারে ফ্ল্যাশকে স্বয়ংক্রিয়ভাবেই ব্লক করে রাখা হবে। এতে করে ফ্ল্যাশ ব্যবহারকারী বিভিন্ন ধরনের ওয়েবসাইট ব্রাউজিংয়ে অসুবিধা তৈরি হলেও নিরাপত্তার খাতিরে ফায়ারফক্স তাদের এই সিদ্ধান্ত থেকে সরে আসবে না বলেই জানিয়েছে।

মজিলার এই পেজে আরও বলা হয়েছে, সাইবার অপরাধীরা এরই মধ্যে ফ্ল্যাশের এই ঝুঁকিগুলো সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত হয়েছে। ফলে ফ্ল্যাশের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে তারা খুব সহজেই ম্যালওয়্যার ছড়িয়ে দিতে পারবে যেকোনো পিসিতে আর হাতিয়ে নিতে পারবে গুরুত্বপূর্ণ সব তথ্য। হ্যাকাররা এই ঝুঁকিকে সহজে কাজে লাগানোর উপযোগী নানা ধরনের ‘এক্সপ্লয়েট-কিট’ও এরই মধ্যে অনলাইনে উন্মুক্ত করে দিয়েছে বলে বলা হয়েছে এই পেজে। ফলে ফ্ল্যাশকে ব্যবহারের সুযোগ তারা স্বয়ংক্রিয়ভাবে তাদের ব্রাউজারে রাখছে না।

তবে গ্রাহকরা যদি ফ্ল্যাশ ব্যবহূত কোনো সাইটকে একান্তই বিশ্বস্ত মনে করে, তাহলে ফায়ারফক্স ব্রাউজারের সেটিংস থেকে নির্দিষ্ট ওই সাইটের জন্য ফ্ল্যাশ চালু করতে পারবে। এদিকে হ্যাকিং টিমের বের করা ফ্ল্যাশের ঝুঁকি নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে অ্যাডোবি।

অ্যাডোবির পক্ষ থেকে এ প্রসঙ্গে বলা হয়েছে, তারা দ্রুততম সময়ের মধ্যে ফ্ল্যাশের এই ঝুঁকি মোকাবেলার জন্য প্রয়োজনীয় আপডেট নিয়ে হাজির হতে সমর্থ হবে। উল্লেখ্য, অনলাইনে ম্যালওয়্যার বা অন্যান্য ক্ষতিকর সফটওয়্যার প্রোগ্রাম ছড়িয়ে দেওয়ার জন্য যেসব প্রোগ্রামকে হ্যাকাররা টার্গেট করে থাকে, তার মধ্যে অন্যতম ফ্ল্যাশ।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top