যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে নিহত কৃষ্ণাঙ্গ যুবক এরিক গার্নারের পরিবারকে ৫৯ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ। ২০১৪ সালে শ্বেতাঙ্গ পুলিশের হাতে নিরস্ত্র গার্নারের মৃত্যৃর ঘটনা যুক্তরাষ্ট্রে প্রতিবাদের ঝড় তোলে। সেসময় এরিকের গ্রেফতার দৃশ্যের একটি ভিডিওচিত্র প্রকাশিত হলে শ্বেতাঙ্গ পুলিশের নির্মমতার বিষয়টি উঠে আসে।
গার্নারের পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে এই ঘটনায় ৭ কোটি ৫০ লাখ ডলারের ক্ষতিপূরণ দাবি করে নিউইয়র্কে একটি মামলা রুজু করেছিল।
২০১৪ সালের ১৭ জুলাই স্ট্যাটেন আইল্যান্ডের একটি স্টোরের বাইরে অবৈধভাবে সিগারেট বিক্রি করছিলেন এরিক গার্নার। এসময় পুলিশ তাকে থামাতে চাইলে সে তাদের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে ও পুলিশের হাতকড়া পরতে অস্বীকৃতি জানায়। পুলিশ কর্মকর্তা ড্যানিয়েল প্যান্টালিও তার নাকে ঘুষি মারলে সে মাটিতে পড়ে যায়। এসময় হাঁপানির রোগী গার্নারকে জোরপূর্বক টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। পরে স্থানীয় একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
সোমবার নিউইয়র্ক সিটির কম্পট্রোলার স্কট স্ট্রিংজার এ প্রসঙ্গে জানান, মামলার সকল তথ্য-প্রমাণ যাচাই-বাছাই করে আমার অফিস উভয়পক্ষের স্বার্থ বিবেচনা করে ক্ষতিপূরণ প্রদানের নিয়েছে। সূত্র: বিবিসি