বকশীগঞ্জের সেরা শিক্ষা প্রতিষ্ঠান খয়ের উদ্দিন সিনিয়র মাদ্রাসা।

G M Fatiul Hafiz Babu
জিএম ফাতিউল হাফিজ বাবু ঃ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার খয়ের উদ্দিন সিনিয়র মাদ্রাসা সেরা শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি এন্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট এর আওতায় ২০১৪ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পৌর শহরের খয়ের উদ্দিন সিনিয়র মাদ্রাসাকে বকশীগঞ্জ উপজেলার সেরা প্রতিষ্ঠান হিসেবে “প্রাতিষ্ঠানিক কৃতিত্ব সনদ” প্রদান করেছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন ও প্রকল্প পরিচালক মো.শহীদ বখতিয়ার আলম স্বাক্ষরিত কৃতিত্ব সনদ পত্রটি রোববার দুপুরে প্রতিষ্ঠান প্রধানকে হস্তান্তর করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছানোয়ার হোসেন খয়ের উদ্দিন সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মো. ছামিউল হক আনছারীর হাতে কৃতিত্ব সনদটি তুলে দেন।
এ ব্যাপারে উক্ত মাদ্রাসার অধ্যক্ষ মো. ছামিউল হক আনছারী বলেন,  আমাদের প্রতিষ্ঠানটি নানা প্রতিকূলতার মধ্যেও সেরা প্রতিষ্ঠান হওয়ায় আমরা গর্বিত। শিক্ষকদের সঠিক পাঠদান শিক্ষার্থীদের পরিশ্রম ও অভিভাবকদের সঠিক তদারকি এ সাফল্য এনে দিয়েছে।
সরেজমিনে দেখা গেছে ফলাফলে সাফল্য আসলেও গতানুগতিকভাবে প্রতিষ্ঠানটি অবকাঠামো উন্নয়ন অনেক পিছিয়ে রয়েছে ।


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top