বকশীগঞ্জ প্রতিনিধি ,
জামালপুরের বকশীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যারাতে বগারচর ইউনিয়নের বান্দের পাড় গ্রামে।
পুলিশ ও স'ানীয় সূত্রে জানা গেছে, বগার চর বান্দের পাড় গ্রামের কবির আলীর সঙ্গে একই গ্রামের উরমুজ আলীর জমি নিয়ে বিরোধ চলছে। এনিয়ে তাদের মধ্যে মামলা-মোকাদ্দমাও চলছে।
শনিবার কবির আলীর পক্ষের মিস্টার আলী একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়িতে ফেরার পথে প্রতিপক্ষ উরমুজ আলীর লোকজন তাকে মারপিট করে। এখবর পেয়ে কবির আলীর লোকজন এগিয়ে গেলে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে মিস্টার আলী (৩২), ছামিউল হক (৬০), মিছিরন বেগম (৪০), নবীজল হক (৫০), আঙ্গুরী বেগম (৪০), সুরাইয়া বেগম (৫৫), নুরু মিয়া (৩২), সুর হক (২৮), কবির আলী (৫৫), উরমুজ আলী সহ ১০ জন আহত হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে থানার উপ-পরিদর্শক নয়ন দাস জানান, রোববার সংঘর্ষের ঘটনায় কবির আলী প্রতিপক্ষ উরমুজ আলীসহ ২২ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় এজাহার আলী নামে একজনকে আটক করা হয়েছে।
জামালপুরের বকশীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যারাতে বগারচর ইউনিয়নের বান্দের পাড় গ্রামে।
পুলিশ ও স'ানীয় সূত্রে জানা গেছে, বগার চর বান্দের পাড় গ্রামের কবির আলীর সঙ্গে একই গ্রামের উরমুজ আলীর জমি নিয়ে বিরোধ চলছে। এনিয়ে তাদের মধ্যে মামলা-মোকাদ্দমাও চলছে।
শনিবার কবির আলীর পক্ষের মিস্টার আলী একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়িতে ফেরার পথে প্রতিপক্ষ উরমুজ আলীর লোকজন তাকে মারপিট করে। এখবর পেয়ে কবির আলীর লোকজন এগিয়ে গেলে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে মিস্টার আলী (৩২), ছামিউল হক (৬০), মিছিরন বেগম (৪০), নবীজল হক (৫০), আঙ্গুরী বেগম (৪০), সুরাইয়া বেগম (৫৫), নুরু মিয়া (৩২), সুর হক (২৮), কবির আলী (৫৫), উরমুজ আলী সহ ১০ জন আহত হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে থানার উপ-পরিদর্শক নয়ন দাস জানান, রোববার সংঘর্ষের ঘটনায় কবির আলী প্রতিপক্ষ উরমুজ আলীসহ ২২ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় এজাহার আলী নামে একজনকে আটক করা হয়েছে।