জিতেও অসন্তুষ্ট ফন গল

S M Ashraful Azom
ম্যানচেস্টার ইউনাইটেড মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রাক মৌসুম প্রীতিম্যাচে সান জোসে আর্থকোয়াকের বিপক্ষে ৩-১ গোলে জয়  পেলেও চুক্তিবদ্ধ নতুন খেলোয়াড় বাস্তিয়ান শোয়েনস্টেইগারসহ শিষ্যদের খেলায় অসন্তুষ্টি ব্যক্ত করেছেন কোচ লুই ফন গল।
ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ নামের এই প্রীতি টুর্নামেন্টে এটা ম্যান ইউ’র টানা দ্বিতীয় জয়। তবে আর্থকোয়াকসের বিপক্ষে জয়টা কঠিন হয়েছে বলে মনে করেন দলটির ডাচ কোচ। বিশেষ করে খেলার দ্বিতীয়ার্ধে শিষ্যদের নৈপূণ্যহীনতায় বেজায় চটেছেন তিনি। এই সময়ে দলে ১০টি পরিবর্তন আনেন ফন গল।
যদিও প্রথমার্ধের খেলায় সন্তুষ্টি ব্যক্ত করেছেন ম্যান ইউ কোচ। তিনি বলেন, ‘প্রথমার্ধে আমি সন্তুষ্ট ছিলাম—আমরা যেমনটা চেয়েছিলাম, ছেলেরা তেমনই খেলেছে। ওই দশ জন গোলের অনেক সুযোগ তৈরি করতে পেরেছে এবং তারা এ সময় দু’টি গোল করতে পেরেছে। তাই আমি সন্তুষ্ট ছিলাম।’
দ্বিতীয়ার্ধের খেলায় অসন্তুষ্টি ব্যক্ত করে ফন গল আরো বলেন, ‘কিন্তু দ্বিতীয়ার্ধে আমাদের খেলা অনেক খারাপ হয়েছে। আমরা বারবার বল হারিয়ে ফেলছিলাম, খুবই অপ্রয়োজনীয় খেলা খেলেছি। এই সময়ে আমাদের একমাত্র অর্জন ছিল পেরেইরার গোলটি। আমরা গোলের খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। উল্টো প্রতিপক্ষদের সম্ভাবনা তৈরি করে দিয়েছি।’
মধ্যমাঠে শিষ্যদের খেলায় অসন্তুষ্টি ব্যক্ত করে তিনি বলেন, ‘মধ্যমাঠে আমাদের অবস্থান খুব ভালো ছিল না।’ ক্লাবের নতুন মুখ শোয়েনস্টেইগারের খেলাও মন ভরাতে পারেনি ফন গলের। এ ব্যাপারে তিনি বলেন, ‘সে-ও বাজে খেলেছে।’ যদিও সময়ের সঙ্গে ম্যান ইউ শিবিরে নিজেকে মানিয়ে নিয়ে বায়ার্ন মিউনিখের সাবেক খেলোয়াড়টি ভালো করবে বলে মনে করেন কোচ ফন গল।
ক্যালিফোর্নিয়ার আভায়া স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলার ৩২তম মিনিটে ম্যান ইউকে এগিয়ে নেন হুয়ান মাতা। এর পাঁচ মিনিটের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করেন মেম্পিস ডেপে। দ্বিতীয়ার্ধে স্বাগতিক আর্থকোয়াকসের জালে তৃতীয় গোলটি করেন আন্দ্রেস পেরেইরা। প্রথমার্ধেই আর্থকোয়াকসের হয়ে একমাত্র গোলটি করেন ফ্যাটাই অ্যালাসে। ইউনাইটেড আগামী শনিবার পরবর্তী ম্যাচে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন বার্সেলোনার মুখোমুখি হবে।—সুপার স্পোর্টস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top